পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

আর কি চাও?

আর কি চাও তুমি

উদ্দাম যৌবন নিংড়ে ভালোবাসা দিয়েছি

সমর্পণ করেছি অনাঘ্রাত হৃদয়

উৎসর্গ করেছি শ্রেষ্ঠ সময়

তবু কেন হলে না সদয়?

 

আর কতো টুকু চাও

কতো কি পাওয়া হলে থামবে তুমি

কতো বেপরোয়া চুম্বনে মিটবে অধর তৃষ্ণা

দুর্বিনীত বাসনার রাতে

কতোটা নির্লজ্জ সুখে শীতল হবে ভূমি?

 

রমণ ক্লান্তির পরে

হৃদয়ে কতো টুকু প্রেম ঢেলে দিলে

অতঃপর তুমি প্রেমিকা হবে

আড়ষ্ঠ চিবুকে কতোটুকু স্পর্শ মেখে দিলে

অবশেষে তুমি কবিতা হবে? 


রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭

যদি না থাকো তবে...

 

তুমি যদি কখনো না থাকো তবে

জানিনা আমার তখন কি হাল হবে

শার্টের বোতাম না লাগানোর ভুল

দেখিয়ে দিবে কে উঁচিয়ে আঙুল

 

কে খুঁজে দিবে চশমা কিংবা ঘড়ি

ঠিকঠাক লাগিয়ে দিবে মশারির দড়ি

দুধ চিনি কে মিশিয়ে দিবে চা'য়ে

ঘুমিয়ে গেলে চাদর টেনে দিবে গায়ে

 

বদলে দিবে কে ফুলদানির বাসি ফুল

ঠিক করে দিবে অগোছালো নষ্ট চুল

জানিনা আমার তখন কি হাল হবে

বিরহের আগুনে শুধু পুড়বো নীরবে//


শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭

নিষিদ্ধ প্রেম


জানালার
ওপাশে বৃষ্টির ছাঁট
বাতাসে নড়ছে দরজার কপাট
কফি কাপে উড়ছে ধোঁয়া
পুরুষ্ঠ ঠোঁটের আলতো ছোঁয়া
দূর হয়ে যাক সব দ্বিধা ঝঞ্ঝাট
এসো দুজনে মিলে নেই প্রেমের পাঠ

বিছানায় আধশোয়া আমি
তোমার তিলের কাছে গিয়ে থামি
বোতাম খোলা বুকে তোমার আঙুল
ছোঁয়া দিয়ে যায় মুখে নষ্ট চুল


                                                          অতঃপর
আমাতে তুমি আর তোমাতে আমি
                                                         
শরিরী সঙ্ঘাতে দুজনেই ঘামি
                                                         
ছন্দের তালে তালে কেঁপে উঠে খাট

                                                         
জানালার ওপাশে বৃষ্টির ছাঁট
                                                         
দুজনে মিলে নেই নিষিদ্ধ প্রেমের পাঠ//
 

রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৭

টান

তুমি আমায় যাদুর মতো টানো

টেনে কেনো কাছে আনো

আমি যে কালান্তরের চিল

বুকের ভিতর কষ্টের মিছিল

অবুঝ মেয়ে তুমি কি তা জানো


তুমি কি জানো...
             

ভিত‌রে ভিত‌রে গেছি আমি ধ্বসে

কিছুই পাবে না আর হৃদয়ে হৃদয় ঘসে

প‌রিপা‌টি আমি  এখন দুমড়ে মুচড়ে আছি 

জীবন নৌকার হাল ভে‌ঙ্গে‌ছে হা‌রি‌য়ে গে‌ছে কা‌ছি
                 
কেউ জা‌নে না কেউ বো‌ঝে না                         

দুঃখ তাপে এই হৃদয় কতোটা ঝলসানো


তুমি আমায় য‌তোই কা‌ছে টানো

অগোছা‌লো জীবন এখন হ‌্যাঙ্গা‌রে আঁটকা‌নো//




না বলে আসা বৃষ্টি হয়ে এসো...

সন্ধ্যার মেঘ মালা হয়ে সখি
আমার
আকাশে এসো

শাদা বক পাখি হয়ে

না হয় একটু ভালোবেসো

না বলে আসা বৃষ্টি হয়ে

দিও চোখের কার্নিস ছুঁয়ে

সাত জাহান্নামের জমানো পাপ

জলোচ্ছ্বাসে দিও ধুয়ে

এসো ঝরাপাতার চিঠি হয়ে

আমার আঙিনাতে

ঝড়ো হাওয়া হয়ে এসো

বর্ষণ মুখর রাতে

তছনছ করে দিওগো আমায়

রিক্ত করে দিও

মধ্য রাতের বৃষ্টি হয়ে

সিক্ত করে দিও//

 

 

স্নানঘর

 

স্নানের ঘরে জলের শব্দ কে করে গো স্নান

জলের সঙ্গে গড়িয়ে যায় কার যে অভিমান

 

বুকের ভিতর কে পুষে গো দুঃখের হিমাচল

অঙ্গ ধোয়া জলের সঙ্গে মিশায় চোখের জল

 

স্নানের ঘরে জলের শব্দ কে করে গো স্নান

নোনা জলে কে লিখে হায় কষ্টের উপখ্যান?//


শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০১৭

দিবা স্বপ্ন

 

সকালের রোদ গায়ে শুয়েছিলাম, আহা কি সুখ

সুপ্রভাত বললো এসে এক রমণীয় মুখ

বাসি মুখে তার হাসি মুখ দেখে হলেম পাগলপরা

স্বর্গ থেকে নেমে এলো বুঝি এক অপূর্ব অপ্সরা

আমি স্বপ্নের মাঝে তাকে দেখে হয়ে গেলাম ফিদা

একটু ছুঁয়ে দেখবো কিনা করছিলাম দ্বিধা

 

হঠাৎ কনুইর এক গুঁতো এসে লাগলো পাঁজরে  

চোখ মেলে রোজ দেখা মুখখানি দেখি আজও রে

বললেন তিনি, বেলা হয়েছে বাজারে কি যাবে না

দেরি করে বাজারে গেলে ভালো কিছুতো পাবে না

সহসা বাজারে যাওয়ার জন্য করি শয্যা ত্যাগ

হায় কোন শালা বানিয়েছে এই বাজারের ব্যাগ?


বুধবার, ৩০ আগস্ট, ২০১৭

প্রস্থান

তুমি চলে যাবার পরে

চাঁদ আর আসেনি আমার ঘরে

আসেনি ভোরের বাতাস

দেখিনি খোলা আকাশ

বিছানা ভিজেনি বৃষ্টির ছাঁটে

রোদ এসে ঘুমায়নি আর খাটে

 

তুমি যাবার পর

                                                      বন্ধই আছে শূন্য ঘর

                                                      ফুলদানিতে শুকিয়ে গেছে ফুল

                                                      এলোমেলো হয়ে আছে নষ্ট চুল

                                                      কেউ এসে নাড়েনিতো কড়া

                                                      অলক্ষ্যে ঘরে ঢুকে পড়েনিতো ধরা

 

                                                      তোমার প্রস্থান

                                                      আমার মৌন অভিমান

                                                      শুধু হৃদয় ভেঙ্গে হলো খান খান//

সোমবার, ১৪ আগস্ট, ২০১৭

আমার দ্বিতীয় প্রেমিকা

আমি নির্ঘুম রাত্রি জাগি
রাত্রির সঙ্গে আমার অনুরাগ
রাত্রি তো আমার সকল দুঃখ জানে
চোখের নীচে জমেছে তাই কালশিটে দাগ
রাত্রির মাঝে পচন পতন রাত্রির ভিতর ক্ষয়
রাত্রির বুকে লুকিয়ে রাখি নীরব পরাজয়
রাত্রি সে আমার গোপন মানস প্রিয়া
রাত্রি আমার কষ্টের বিষাদ সিন্ধু
রাত্রির সঙ্গে আমার পরকীয়া
রাত্রি আমার বন্ধু//

বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭

বার্ধক্য



                                                      জীবন পৃষ্ঠা উল্টাচ্ছে
                                                      চলে যাচ্ছে পাতার পর পাতা
                                                      কিছু পড়া হচ্ছে, কিছু অপঠিত
দীর্ঘশ্বাসে ঝাপসা হচ্ছে চশমার কাঁচ
মলিন হচ্ছে খেরো খাতা
চুলের অরণ্য উজাড়
কপালে বয়সের ভাঁজ
ক্ষমা করছে না ক্লান্তি
দ্রুত তেজ হারাচ্ছে মধ্যাহ্নের রোদ
                                                      দিগন্তে সোনালী আভা
                                                      আঁধার নামছে ধীরে
                                                      কখন থেমে গেছে কোলাহল
                                                      নিঃসঙ্গতা এসে জাপটে ধরছে
                                                      যবনিকার অপেক্ষায় কাটছে প্রহর
                                                      হায়, জীবন এতো সংক্ষিপ্ত কেন?//

শনিবার, ৫ আগস্ট, ২০১৭

স্বপ্নের লাশ


একটি উড়ো চিঠি
কিছু প্রান্তিক ভুল
এক গুচ্ছ অভিমান
অগোছালো নষ্ট চুল
 
বিরহী বর্ষা কাঁদে
জানালার শার্সিতে
বিষণ্ন মুখ এক
হৃদয়ের আরশিতে

নির্ঘুম রাত
হায় ব্ড্ড তিমির
ললাটে শুকিয়ে যায়
বেদনার শিশির

দুঃখ গুলো অক্টোপাশ
করে বুনো উল্লাস
বুকের ভিতর পড়ে থাকে
স্বপ্নের লাশ//

 

মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭

সুখের গন্ধ


যখন আমার পাশে কেউ ছিল না
সঙ্গে ছিল শুধু কষ্ট আর বেদনা
তুমিও তখন লুকিয়ে ছিলে আড়ালে
এখন আমার ফিরেছে সময়
জীবন হয়েছে কাব্যময়
ফাগুনের বাতাসে সুখের গন্ধ পেয়ে
তুমিও আবার সামনে এসে দাঁড়ালে
এখন আমার কি এসে যায়
পথের বাঁকে তোমাকে হারালে//

রবিবার, ৩০ জুলাই, ২০১৭

চলো ঘর পালাই

সন্ধ্যা নদীর বাঁকে
আকাশ বসে থাকে
শেষ বিকেলে ক্লান্ত সূর্য
জলে নকশা আঁকে

চল দুজনে যাই
ঐ দিগন্তে হারাই
আমার হাতটি এসে ধরো
যদি সময় থাকে

বাঁশ বাগানের ফাঁক
চন্দ্র এসে ডাকে

জোসনা জলে অলস চন্দ্র
অবাক ছবি আঁকে

চলো ঘর পালাই
জোসনা স্নানে যাই
পাশাপাশি হাঁটি এসো
নীল জোনাকির ঝাঁকে//

মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭

গল্প





পথের ধুলোরও গল্প আছে
গল্প আছে ঝরাপাতার
গল্প ছাড়া পাতি হাঁসও
দিঘীর জলে দেয় না সাঁতার

গল্প আছে শিশিরের
গল্প আছে রোদ্দুরের
গল্প আছে গাঙচিলের
শান্ত নীল সমদ্দুরের

আকাশের ঐ তারারও নাকি
অল্প স্বল্প গল্প আছে
গল্প ছাড়া মন কি পুড়ে
অযথা নীল কষ্টের আঁচে

শুধু তোমার আমার গল্প নেই
তাই ভালোবাসার বিকল্প নেই
এসো ভালোবাসা করি রচনা
একটি গল্পের হোক সূচনা//

বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭

সাহস কর নারী





আমি প্রেম রেখেছি আগ্রাসী ঠোঁটে
তুমি টের পাবে চুম্বনে
বেপরোয়া হাতে রেখেছি কতো মায়া
বুঝবে সেটা উষ্ণ আলিঙ্গনে
আমি কাছে গেলেই তুমি আরক্ত হবে
লজ্জায় ঢাকবে মুখ
বোতাম খোলা বুকের বুনো গন্ধে পাবে
কুসুম কুসুম সুখ

অনাঘ্রাতা,
ছুঁয়ে দিলেই ফুটবে তুমি
লুটিয়ে পড়বে বুকে
স্পর্শের লজ্জায় লাল হবে গাল
পারঙ্গম হাত রাখি যদি ঝিনুক চিবুকে
সবই হবে যদি
দ্বিধার দেয়াল ভেঙ্গে দরজা খোলো তুমি
নিশ্চুপ রাতের এই নির্জনতায়
শুধু সাহস কর নারী//
 

 

রবিবার, ১৬ জুলাই, ২০১৭

অসহায়ত্ব


তোমার কাছে এলেই আমি এলোমেলো হয়ে যাই
তুমি নিপুণ হাতে আমাকে গুছিয়ে দাও
আমার দুঃখ-ব্যথার সকল ক্লেশ
নিমিষেই ঘুচিয়ে দাও
প্রিয় প্রেমিকা তুমি বুঝিয়ে দাও
তোমাকে ছাড়া আমি কতোটা অসহায়
তোমার ভালোবাসার কাছে কতোটা অবনত!//

শনিবার, ১৫ জুলাই, ২০১৭

দেখা


তোর চোখের সঙ্গে আমার চোখের
হঠাৎ সেদিন দেখা
আমার চোখের তারায় ফুটলো যেন
হাজার আলোর রেখা

তোর ঠোঁটের সঙ্গে আমার ঠোঁটের
যেই হলো সাক্ষাত
পোড়া মনের দুখ ব্যথা
নিমিষেই উৎখাত

তোর মায়া জড়ানো হাতটি যখন
ছুঁলো করতল
বুকের মাঝে দখিন হাওয়া
বইলো অনর্গল

তোর আগুন দেহ বুঝলো যখন
আমার দেহের ভাষা
প্রণয় বৃষ্টিতে হৃদয় আমার
ভিজলো সহসা//

সোমবার, ১০ জুলাই, ২০১৭

তোমার আকাশ বাড়ি


তোমার আকাশ বাড়ি
স্বপ্নে দিবো পাড়ি
তুমি হৃদয় খোলা রেখো
কিছু প্রেমও তোলা রেখো
সাঁঝ বেলাতে পরে থেকো
সিঁদুর রঙের শাড়ি....

তোমার আকাশ বাড়ি
শাদা মেঘের সারি
কেমন করে পাড়ি দিবো
আমি যে আনাড়ি
চোখের জলের দামে
মিষ্টি রোদের খামে
তোমার জন্য স্বপ্ন কিনে
পাঠাবো তাড়াতাড়ি
 
তোমার আকাশ বাড়ি
আমার স্বপ্ন স্বেচ্ছাচারী
তুমি অপেক্ষাতে থেকো
আসবো মনে রেখো
তোমায় ছাড়া স্বর্গেও কি
একলা থাকতে পারি?

ভালো থাকুক ভালোবাসা


ভালো থাকুক প্রিয় নারী
ভালো থাকুক তার ভিটি পাড়ের লাল শাড়ি
ভালো থাকুক লাল টিপ ভালো থাকুক খোঁপার ফুল
মিষ্টি হাসির দ্যোতনাতে কেঁপে উঠুক কানের দুল
ভালো থাকুক রূপবতীর বহ্নিশিখা রূপ
আকাশ জোড়া স্বপ্ন গুলোও থাকুক অনুরূপ
ভালো থাকুক তন্বী দেহের চওড়া কোমর বাঁক
মায়া দৃষ্টির গভীরতায় নয়ন সুখে থাক
ভালো থাকুক ঝিনুক চিবুক শাদা দাঁতের সারি
উদাস চোখের পাপড়ি ছুঁয়ে স্বপ্ন ফিরুক বাড়ি
ভালো থাকুক মনের গোপন আশা
ভালো থাকুক ভালোবাসা//

বুধবার, ৫ জুলাই, ২০১৭

বিষাদ


এক ভুল দুপুরে চুমু খেয়েছিলাম তোমাকে
এখন ভুলেই গেছি কি স্বাদ
মনে পড়লেই এখন ভীষণ মন খারাপ হয়
তাই তার নাম দিয়েছি বিষাদ//💔

রবিবার, ২ জুলাই, ২০১৭

কথায় কথায় হোক কবিতা

কথায় কথায় হোক কবিতা
চোখে চোখে হোক গল্প
নির্জনে বসে দুজনে আঁকি
কিছু নিবিড় দৃশ্য কল্প
এসো নিরুদ্দেশে যাই
ভালোবাসায় ভেসে যাই//
 

 

শনিবার, ১ জুলাই, ২০১৭

আমি তোমার কে?


বলো আমাকে ছাড়া কি তোমার অভিমান কমে
আমাকে ছাড়া কি তোমার বিকেলের গল্প জমে
আমাকে ছাড়া ইচ্ছে নদীতে উঠে কি নতুন ঢেউ
আমাকে ছাড়া বলোনা তোমার হাতটি ধরে কেউ
আমাকে ছাড়া তোমাকে ভালো বুঝতে পারে কে
জানি সংশয় ভেঙ্গে শেষ পর্যন্ত খুঁজবেই আমাকে//


শুক্রবার, ৩০ জুন, ২০১৭

ইচ্ছে করে আবার প্রেমে পড়ি

জীবনের সেই অগোচরের ভুলটায়
আনমনে বেদনারা পৃষ্ঠা উল্টায়
ইচ্ছে করে সেই ভুল আবার করি
আবার তোমার হাত ধরে প্রেমে পড়ি//

সোমবার, ২৬ জুন, ২০১৭

দুঃখবতী মেয়েরে তোর ভালো থাকা হোক//

মাত্রা ছাড়া দুঃখ গুলো আমাকে খুব টাটায়
কষ্ট গুলো শূন্য বুকে আনন্দে দিন কাটায়


অভিমান সব মেঘ হয়ে যায় স্বপ্ন’রা দলছুট
মাথার ভিতর জমে থাকে ভাবনার চিরকূট


আমার বুকে জমা থাকুক দুঃখ-ব্যথা-শোক
দুঃখবতী মেয়েরে তোর ভালো থাকা হোক//

শনিবার, ২৪ জুন, ২০১৭

আমন্ত্রণ


আমার আকাশের সীমানা নেই
উড়তে কোন মানা নেই
রেখেছি আকাশ খুলে
বলাকা হয়ে আসবি কি তুই
আসবি কি পথ ভুলে?


আসবি কি তুই মেঘ হয়ে
ভাসবি কি জলকণা হয়ে
অভিমানটুকু ভাঙ্গিয়ে দিবি
মনটা আমার রাঙ্গিয়ে দিবি
                                                          সুখের আলপনা হয়ে?//

বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭

দুঃখ-ব্যথার ত্রাসে, থাকিস আমার পাশে


আমার দুঃখ-ব্যথার ত্রাসে
কষ্ট জমে দূর্বা ঘাসে
কিছু কষ্ট বুকের ভিতর
জমাট বেঁধে হয় পাথর
মেঘ হয়ে কিছু কষ্ট
উড়ে দূর আকাশে

আমার দুঃখ-ব্যথার ত্রাসে
তোকে পেলে পাশে
বুকের ভিতর অবাক চন্দ্র
জোসনা জলে হাসে
মনটা তখন প্রসন্ন হয়
অনাবিল উচ্ছ্বাসে

আমার দুঃখ-ব্যথার ত্রাসে
তুই থাকিস আমার পাশে//

রবিবার, ১৮ জুন, ২০১৭

আমি না হয় তোর চিবুকে নিঃসঙ্গ এক তিল হবো

আমি না হয় তোর চিবুকে
নিঃসঙ্গ এক তিল হবো
ভুল দুপুরে তোর আকাশে
কালান্তরের চিল হবো

আমি না হয় তোর জানালায়

মধ্য রাতের বৃষ্টি হবো
মায়া ভরা কাজল চোখে
মৃদু উদাস দৃষ্টি হবো

আমি না হয় তোর খোঁপাতে
রক্ত জবা ফুল হবো
অসাবধানে করে ফেলা
ছোট্ট একটি ভুল হবো


                                                       আমি না হয় তোর অধরে
                                                  একটু খানি আদর হবো
                                                  শীতের রাতে তোর গায়েতে
                                                  উষ্ণ নরম চাদর হবো

                                                  আমি না হয় তোর বুকেতে
                                                  কামনারই আগুন হবো
                                                  মাঘের শেষে তোর আঙিনায়
                                                  ঝরাপাতার ফাগুন হবো
                                                       
                                                  তুই দুঃখ
-ব্যথার ত্রাসে
                                                  শুধু আমাকে রাখিস পাশে//

বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭

অনুরোধ


সব কথা বলে দিও না
কিছু কথা থাক না গোপন
সব দুঃখ ঘুচিয়ে দিও না
কিছু দুঃখ থাকুক আপন
চোখের জলটুকু মুছে দিও না
চোখটা বরং সজলই থাক
জল পড়ে পড়ে না হয়
মনের আগুন নিভে যাক//