পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

শনিবার, ২৭ জুলাই, ২০১৩

তোমার জন্য একটি আকাশ করেছিলাম সৃষ্টি


                                                   তোমার জন্য রোদ্দুর
                                                   তোমার জন্য বৃষ্টি 
তোমার জন্য একটি আকাশ
করেছিলাম সৃষ্টি
তোমার জন্য একটি বিকেল
তোমার জন্য রাত
তোমার জন্য বুকের ভেতর
কষ্টের ধারাপাত
তোমার জন্য একটি নদী
তোমার জন্য কাশফুল
                                                   তুমি আমার এই জনমের
                                                   শ্রেষ্ঠতম ভুল/
                                                                          

হৃদয় ভরে রেখেছি অভিমানের জলে



এক বর্ষার কান্না চোখে ধরে রেখেছি
হৃদয় ভরে রেখেছি অভিমানের জলে
বুকের গভীরে ভালোবাসাও তুলে রেখেছি
সামনের শরতে তুমি আসবে বলে//

শনিবার, ১৩ জুলাই, ২০১৩

দুজন নীরবে বসে থাকি

কথায় কথায় বিকেল ফুরায়
কথায় কথায় হৃদয় জুড়ায়
কথার রঙে স্বপ্ন আঁকি
কথা শেষ হলে দুজনে
নীরবে বসে থাকি//

আমার কষ্ট সকল ধুয়ে যায় শ্রাবণ বৃষ্টির জলে



মেঘের নীচে দাঁড়াই যখন
বৃষ্টি ভেজার ছলে
আমার কষ্ট সকল
ধুয়ে যায় শ্রাবণ বৃষ্টির জলে
চোখের কোণে থাকে জমে
গোপন অভিমান
বুকের ভিতর বাজে শুধু
চৈত্র দিনের গান//

তোমার ঠোঁটে জমে আছে আমার মিষ্টি প্রেমের চিহ্ন


তোমার আমার প্রেক্ষাপট
হয়তো এখন ভিন্ন
তবুও তোমার ঠোঁটে জমে আছে
আমার মিষ্টি প্রেমের চিহ্ন
চিহ্ন টুকু মুছতে চাই যতো
তোমার জন্য ভালোবাসা
উথলে উঠে ততো//


তোমার জন্য শেষ বিকেলে কিছু অভিমান রেখে গেলাম


কোন অভিযোগ নয় তোমার জন্য শেষ বিকেলে কিছু অভিমান রেখে গেলাম
রেখে গেলাম পদ্ম পাতায় জমা শিশির বিন্দুর মতো কিছু নীল বেদনা
কোন এক নিঃসঙ্গ বৃষ্টি রাতে হঠাৎ করে যদি ঘুম ভেঙ্গে যায়
আমার কথা ভেবে যদি চোখের সৈকত উপচে পড়ে
অগোচরে ভিজে যায় বালিশের কোনা
আমাকে তুমি দোষ দিও না//