পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

মঙ্গলবার, ৩১ মে, ২০১৬

বায়না


তুমি এসে বায়না ধর একটি আকাশ চাই
আমি তোমার চোখের মাপে আকাশ কোথায় পাই
যে আকাশ জুড়ে থাকবে কেবল মিষ্টি রোদের বান
মেঘ হয়ে ভাসবে শুধু তোমার অভিমান
জানি আকাশ পেলে তুমি আবার হতে চাইবে পাখি
তাই তোমাকে মনের ভিতর বন্দী করে রাখি//

শনিবার, ২১ মে, ২০১৬

সহযাত্রা


অন্ধকারের চূড়োয় যেন
তুমি স্বর্ণ আলো
আমার মনের আঙিনাতে
কনক প্রদীপ জ্বালো
তোমার সঙ্গে একটি জীবন
চলুক পথচলা
চলতে চলতে শুরু হোক
হাজার কথা বলা//

বুধবার, ১১ মে, ২০১৬

বৃষ্টির ছদ্মবেশে


আমি যাবো দুঃখ নদীর তটে
শিশির ভেজা ঘাস মাড়িয়ে পাতার সন্নিকটে
হয়তো যাবো তোমার মনের দেশে
চোখের কোনের জল হয়ে বৃষ্টির ছদ্মবেশে

কিংবা যাবো দমকা হাওয়ার কাছে
তার কাছেতে আমার কিছু কষ্ট রাখা আছে
হয়তো প্রিয়া তোমার নামে
চিঠি হয়েই চলে যাবো মিষ্টি রোদের খামে

কিংবা কোন উদাস চৈত্র দিনে
তোমাকে বাঁধিবো আমি ভালোবাসার ঋণে//

সোমবার, ২ মে, ২০১৬

ভালোবাসার আততায়ী


                                              তুমি আমার নির্ঘুম রাত্রি
                                              কামনা-বাসনার হন্তারক
ভালোবাসার আততায়ী
স্বস্তি-সুখের নীরব ঘাতক
তুমি আমার কঠিন বিড়ম্বনা
এক জনমের ভুল
অপ্রত্যাশিত শত্রু তুমি
কাঁটায় ভরা ফুল
তুমি আমার পুরোন ব্যথা
স্বপ্নের ছিনতাইকারী
                                              তবু তোমায় ছাড়া স্বর্গেও কি
                                              একলা থাকতে পারি?