পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

শুক্রবার, ১০ এপ্রিল, ২০১৫

কষ্ট রাখার ছাইদানী



জানিনা কোন পাপে
এই হৃদয়ে ছোবল মারে
কষ্টধর এক সাপে
হৃদয় পুড়ে হলো ছাই
এই মুহূর্তে কোথায় পাই
কষ্ট রাখার ছাইদানী
কিংবা বিষ নামানোর বাইদানী//

অজানা কোন দুঃখে...


তোমার চোখে জল দেখি
মেঘ দেখি মুখে
নিজের ভিতর পুড়ছো তুমি
অজানা কোন দুঃখে
দুঃখ গুলো আমাকে দাও
লুকিয়ে রাখি বুকে
মিষ্টি আদর মেখে দেই
তোমার চিবুকে//

তুই কি আসবি বৃষ্টি হয়ে...


আমি মেঘকে করেছি জল
কষ্ট পেলে কাঁদবো বলে
ভালোবাসাকে করেছি শিকল
তোকে কাছে পেলে বাঁধবো বলে
তুই কি আসবি বৃষ্টি হয়ে
আমার কষ্ট ধুয়ে দিতে
কিংবা গভীর রাতে মিষ্টি হাতে
একটু ছুঁয়ে দিতে//