পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

সোমবার, ৩০ এপ্রিল, ২০১২

অভিমানের কাজল দিয়ে ভালোবাসা করিছি নির্মাণ

আমি করি প্রেমেরই জয়গান
আমার বুকে স্বপ্ন নদী
পালতোলা সাম্পান
চোখের ভেতর মেঘের ছায়া
জমাট অভিমান
অভিমানের কাজল দিয়ে
ভালোবাসা করিছি নির্মাণ//

রবিবার, ২৯ এপ্রিল, ২০১২

তোমাকে যে ফিরতেই হবে ভালোবাসার কাছে



 







বোশেখ চলে গেল
.
যৌবনের সতেজ বৃক্ষটিকে একটু নাড়া দিয়ে
ঝরে গেল আয়ু গাছের আরো কয়েকটি পাতা
আমার আঙিনায় জোছনা এসে  ফিরে গেলো
বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে গেলো পথের ধূলো
জমাট বাধা দু:খ মাড়িয়ে তবু তুমি এলে না

আমার অপেক্ষার রাত আরো বেশী দীর্ঘ হলো
চাবুকের মতো নির্মম হলো কষ্ট প্রহর গুলো
আমাকে উপহাস করে ঐ যৌবনবতী  চাঁদ
আমি নাকি তার মতই ছন্নছাড়া নিস:ঙ্গ-একা
চাঁদ জানে না কোন এক বোশেখে ফিরবে তুমি
তোমাকে যে ফিরতেই হবে ভালোবাসার কাছে//

শনিবার, ২৮ এপ্রিল, ২০১২

তোমার জন্য রেখে এলাম ভালোবাসা



তোমার জন্য রেখে এলাম ভালোবাসা
ইচ্ছে হলে তুলে নিও
যদি ইচ্ছে না হয় দিনের শেষে
আমার কথা ভুলে যেও//

তোমার ছায়া ছাড়া আমি যে মরুভূমি



যে পথে রোদ্দুর ছিল
সে পথে হারিয়েছ তুমি
তোমার ছায়া ছাড়া
আমি যে মরুভূমি//

আমার জন্য এক রাত্রিতে দ্বিচারিণী হইও











নষ্ট রাত বেদনার তীর্থক্ষেত্র
দু:খের ফিঙে নাচে বুকে
তোমার ঠোঁটের লেপ্টানো ভালোবাসা
চিহ্ন আঁকে কার চিবুকে

বিষাদ ঢাকা চাঁদের কান্নায়
চোখের পাতায় কষ্ট জমে
তোমার বুকে স্বপ্ন সিঁড়ি
হাঁটছো তুমি জোর কদমে

বিরহী বাতাসে দু:খ কাঁপে
কাঁপে দিঘীর কালো জল
তোমার বক্ষে অনন্ত প্রেম
চক্ষু ভরা মায়ার কাজল

যদি তোমার বদ্ধ দ্বারে শব্দ বাজে
কান পেতে রইও
আমার জন্য এক রাত্রিতে
দ্বিচারিণী হইও//


জগৎ-সংসার উচ্ছন্নে যাক তুমি ভালো থাকো

মনটা তোমার বেজায় খারাপ
ভালো লাগার এই ক্ষণে
তোমার মনখারাপটা ছড়িয়ে দাও
আমার উদাস মনে
আমার মনের রং নিয়ে
তোমার চোখে আঁকো
জগৎ-সংসার উচ্ছন্নে যাক
তুমি ভালো থাকো//

শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১২

তুমি আশ্চর্য সুন্দর



তুমি আশ্চর্য সুন্দর
সুন্দরের চোখে জল
জলের ছোঁয়ায় লেপ্টে গেছে
মায়াবী কাজল
চোখের প্রান্ত ছুঁয়ে ঝরে
কাজল ধোয়া ভালোবাসা...//

তোমার হৃদয় নিলাম



আমার বুকের ভালোবাসা
চোখের স্বপ্ন মনের আশা
সবটুকু সুখ শ্রেষ্ট সময়
সবই তোমায় দিলাম
শুধু তোমার হৃদয় নিলাম//

বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১২

তোমার কিছু স্বপ্ন নিয়ে আমার চোখে আঁকি

ভরদুপুরে পুড়ছি আমি খরতাপে
তোমার চুলের প্রান্ত ছুঁয়ে বাতাস কাঁপে
আমি যখন কষ্ট বলি মেঘের কাছে
তোমার চোখের আকাশ জুড়ে স্বপ্ন নাচে
ইচ্ছে করে কষ্টগুলো তোমার কাছে রাখি
তোমার কিছু স্বপ্ন নিয়ে আমার চোখে আঁকি//

তুমি বন্ধু জলের নদী আমি পানসি নাও



তুমি বন্ধু দূরে গেলে
মনটা কাঁদে খুব
তুমি বন্ধু স্বপ্ন হও
স্বপ্নে দেব ডুব।

তুমি বন্ধু জলের নদী
আমি পানসি নাও
আমি তোমার সঙ্গে যাব
তুমি যেথায় যাও//

তোমার ঠোঁটের প্রান্তে দেখি রোদ ঝিল মিল হাসি

হৃদয় ভাঙ্গা দু:খ নিয়ে
চোখের জলে ভাসি
তোমার ঠোঁটের প্রান্তে দেখি
রোদ ঝিল মিল হাসি

রোদ ঝিল মিল হাসির তোড়ে
দুঃখ ভেসে যাক

হৃদয় আমার তবু একটু
স্বস্তি খুঁজে পাক//

বন্ধু যদি নাইবা হলে প্রিয় শত্রু হইও

 বন্ধু যদি নাইবা হলে
প্রিয় শত্রু হইও
চোখের তারা না-ই হলে
চক্ষুশূল হইও//

তোর কাছে কিছু কথা জমা রাখি


বোশেখী এই নিদাঘ দুপুরে আয়
ছাই রঙা ঐ মেঘের নিচে একটু বসি
তোর আঁচলের ছায়াতলে একটু জুড়াই
তোর কাছে কিছু কথা জমা রাখি//

চোখের ভিতর মেঘ জমেছে

চোখের ভিতর মেঘ জমেছে
বৃষ্টি কেন হয় না
বুকের ভেতর ঝড় উঠেছে
বাতাস কেন বয় না
কষ্ট নদী উথাল-পাথাল
উঠে নাতো ঢেউ
আমার দুঃখে আমি পুড়ি
জানলো নাতো কেউ//

বুধবার, ১১ এপ্রিল, ২০১২

আয়রে বৃষ্টি ছুঁয়ে দে


আমি মন বেঁধেছি
বৃষ্টির সাথে
চোখ বেঁধেছি
তার দৃষ্টির সাথে
আয়রে বৃষ্টি ছুঁয়ে দে
আমার লজ্জা-দ্বিধা
ধুয়ে দে//
 

মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১২

সে রাতে আমি কষ্টের সঙ্গে ছিলাম

সে রাতে আকাশে চাঁদ ছিল না
ছিল না কোন তারা
সে রাতে বৃষ্টির কান্না ছিল
বাতাস ছিল দিশেহারা
সে রাতে তুমি ছিলে না তাই
দুচোখে ঘুম ছিল না
আমার অগোছালো চুলে কেউ
হাত বুলিয়ে দিল না
সে রাতে আমি ছিলাম
বড্ড আনমনা
দুচোখের দিগন্তে ছিল
বিষাদের আলপনা

সে রাতে আমি কষ্টের সঙ্গে ছিলাম//

সোমবার, ৯ এপ্রিল, ২০১২

তুমি ফিরে এসো বন্ধু হে...

তোমার চোখে চাঁদের আকাশ
আমার চোখে বেদনার মেঘ
তোমার আঙ্গিনায় চুল ওড়া বাতাস
আমার মনে ঝড়ের উদ্বেগ
তবু...দরজা রেখেছি খোলা
কিছু ভালোবাসাও আছে তোলা
তুমি ফিরে এসো বন্ধু হে
ফিরে এসো হৃদয়ে আমার//

এসো দুজনে পথ হারাই

সুন্দরী এই রাত
নীল জোছনার ধারাপাত
এসো ঐ চাঁদের নিচে দাঁড়াই
এসো দুজনে পথ হারাই//

একা হয়ে বসে আছি দু:খ নদীর তীরে

আমাকে ঢেকে দিয়েছে বেদনার মেঘ
উবে গেছে ভালোবাসা হৃদয়ের আবেগ
স্বপ্ন গুলো হারিয়ে গেছে দু:স্বপ্নের ভীড়ে
একা হয়ে বসে আছি দু:খ নদীর তীরে//

এখনো ভুল করে ফুল কিনি

আমার কষ্টে…..
এখনো বৃষ্টি পড়ে পাতা ঝরে
নীল আকাশ হয় মেঘলা
এখনো ভুল করে ফুল কিনি
বেঞ্চিতে বসে থাকি একলা//

বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১২

বিদায় শরৎ


বিদায় শরৎ
চালিয়ে সময়ের রথ
পাড়ি দিয়ে মেঠো পথ
আবার আসিও ফিরে
সোমেশ্বরী নদীর তীরে
আবার আসিও ফিরে
রোদ-বৃষ্টি সাথে নিয়ে
কাশফুল হাতে নিয়ে
পরে এসো মেঘের পরত
বিদায় শরৎ //

আমার পথ এখন ভিন্ন

তোমার চলে যাওয়া পথে
রয়েছে তোমার ছায়া
রয়েছে তোমার পদ চিহ্ন
দু:খ বিছানো ওপথ দিয়ে
আমি আর কখনো হাঁটবো না
আমার পথ এখন ভিন্ন//

একদিন আমিও ঝরে যাবো

একদিন আমিও ঝরে যাবো
শরৎ শিউলির মতো

প্রিয় কবিতার খাতা
অবহেলে পড়ে থাকবে মাটিতে

সারা জীবন উজান পথে হেঁটেছি
স্রোতের বিপরীতে

বেলা শেষে একদিন জল হয়ে
গড়িয়ে যাবো ভাটিতে//

আমি এক চন্দ্রাহত প্রেমিক

আমি এক চন্দ্রাহত প্রেমিক
ভালোবাসা মিশাই জোছনা জলে
তুমি স্নান করবে বলে
স্বপ্ন ছড়াই মেঠো পথে 
তুমি হেঁটে যাবে বলে
কিন্তু তুমি খুঁজো বৃষ্টি
তাই আকাশ পানে দৃষ্টি
আমি একা দাঁড়িয়ে থাকি
মাটির সমতলে//

মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১২

আমি যখন ভালোবাসার কথা বলি

আমি যখন ভালোবাসার কথা বলি-

আমার দিকে তখন চাঁদ এগিয়ে আসে
মায়াবী জোসনার রূপালী চাদর হাতে

আকাশ নেমে আসে তার মেঘ মালা নিয়ে
নদী এসে আমার পথ আগলে ধরে
বুকভরা জল আর উর্মি মুখর উচ্ছলতা নিয়ে

দক্ষিণা বাতাস কানে শিষ কেটে যায়
আলোর মিছিল করে জোনাক পোকার দল

আমি যখন ভালোবাসার কথা বলি
নিস্পৃহ হয়ে শুধু তুমি নির্বাক বসে থাক//

ভালোবাসা বাড়িয়ে কি লাভ

ভালোবাসা বাড়িয়ে কি লাভ
তুমিতো চলেই যাবে
রাত্রি শেষের স্বপ্ন ভেবে
দু'দিন পর ভুলে যাবে
আমার আটকে রাখা দুঃখ দুয়ার
অকারণে খুলে যাবে//

ঝরাপাতা গো আমি তোমারই দলে

একদিন উড়ে যাবো ঝড়ো বাতাসে
অনাদরে অবহেলে পড়ে রইবো

মলিন ধূলায়
পথের পাশে
সবাই আমায় ফেলে রেখে যাবে চলে
কিংবা হৃদয় ভাঙ্গা দুঃখ নিয়ে
ভেসে যাবো বৃষ্টি জলে

ঝরাপাতা গো আমি তোমারই দলে
ঝরাপাতা তুমি আমার অনন্ত হাহাকার
হৃদয়ের না বলা কথা
তুমি আমার বুকের গোপন কষ্ট
ছোট ছোট দুঃখ ব্যথা
আমিও একদিন পথ হারাবো
তোমার মতো
উড়ে যাবো লুকোচুরি খেলার ছলে
ঝরাপাতা গো আমি তোমারই দলে//


ভালোবাসা তোমাকে দিলেম ছুটি

ভালোবাসা তোমাকে দিলেম ছুটি
যাও যেখানে খুশী
বুকের ভিতর আমি এখন
নীল বেদনা পুষি//

বধু সজ্জায় তুমি












আলো ঝলমলে মঞ্চে বধু সজ্জায় বড়ই সপ্রতিভ ছিলে তুমি
রাজকন্যার মতো মরাল গ্রীবা উঁচু করে সিংহাসনে বসেছিলে
আমার দিকে দৃষ্টি পড়তেই তোমার চোখ আলো ছড়ালো
সে চোখে ছিল অহংকার আর গর্বের যুগপৎ মিশেল
আর তোমার রক্তিম ঠোঁটে ছিল সাম্রাজ্য বিজয়ের হাসি
কিন্তু মেয়ে তোমাকে ভালোবেসে আমিওতো পরাজিত হইনি
মনে পড়ে কোন এক শীতের রাতে হিম হিম ঠান্ডায়
তোমার শরীরের জমাট উত্তাপে আমি উষ্ণ হয়েছিলাম
তোমার দেয়া চুমুর বৃষ্টিতে ভিজেছিল আমার রুক্ষ শরীর //

এসেছে বসন্ত বেলা

এসেছে বসন্ত বেলা
এসেছে ঝরা পাতার দিন
এসো আজ মন রাঙ্গাই
ভালোবেসে হারিয়ে যাই
তোমার কাছে জমুক না হয়
মিষ্টি কিছু ঋণ//

দেখতে পার হৃদয় খুঁড়ে প্রেমের গভীরতা

ভরদুপুরে চারিদিকে
অটুট নীরবতা
তুমি আছ আমি আছি
নি:শ্বাসেরও কাছা কাছি
দেখতে পার হৃদয় খুঁড়ে
প্রেমের গভীরতা
//

আমার যতো আশা

দীর্ঘশ্বাসের উত্তাপে পোড়ে
আমার যতো আশা
গরম চোখের জলে ভাসে
বুকের ভালোবাসা //