পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

রবিবার, ৩০ জুলাই, ২০১৭

চলো ঘর পালাই

সন্ধ্যা নদীর বাঁকে
আকাশ বসে থাকে
শেষ বিকেলে ক্লান্ত সূর্য
জলে নকশা আঁকে

চল দুজনে যাই
ঐ দিগন্তে হারাই
আমার হাতটি এসে ধরো
যদি সময় থাকে

বাঁশ বাগানের ফাঁক
চন্দ্র এসে ডাকে

জোসনা জলে অলস চন্দ্র
অবাক ছবি আঁকে

চলো ঘর পালাই
জোসনা স্নানে যাই
পাশাপাশি হাঁটি এসো
নীল জোনাকির ঝাঁকে//

মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭

গল্প





পথের ধুলোরও গল্প আছে
গল্প আছে ঝরাপাতার
গল্প ছাড়া পাতি হাঁসও
দিঘীর জলে দেয় না সাঁতার

গল্প আছে শিশিরের
গল্প আছে রোদ্দুরের
গল্প আছে গাঙচিলের
শান্ত নীল সমদ্দুরের

আকাশের ঐ তারারও নাকি
অল্প স্বল্প গল্প আছে
গল্প ছাড়া মন কি পুড়ে
অযথা নীল কষ্টের আঁচে

শুধু তোমার আমার গল্প নেই
তাই ভালোবাসার বিকল্প নেই
এসো ভালোবাসা করি রচনা
একটি গল্পের হোক সূচনা//

বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭

সাহস কর নারী





আমি প্রেম রেখেছি আগ্রাসী ঠোঁটে
তুমি টের পাবে চুম্বনে
বেপরোয়া হাতে রেখেছি কতো মায়া
বুঝবে সেটা উষ্ণ আলিঙ্গনে
আমি কাছে গেলেই তুমি আরক্ত হবে
লজ্জায় ঢাকবে মুখ
বোতাম খোলা বুকের বুনো গন্ধে পাবে
কুসুম কুসুম সুখ

অনাঘ্রাতা,
ছুঁয়ে দিলেই ফুটবে তুমি
লুটিয়ে পড়বে বুকে
স্পর্শের লজ্জায় লাল হবে গাল
পারঙ্গম হাত রাখি যদি ঝিনুক চিবুকে
সবই হবে যদি
দ্বিধার দেয়াল ভেঙ্গে দরজা খোলো তুমি
নিশ্চুপ রাতের এই নির্জনতায়
শুধু সাহস কর নারী//
 

 

রবিবার, ১৬ জুলাই, ২০১৭

অসহায়ত্ব


তোমার কাছে এলেই আমি এলোমেলো হয়ে যাই
তুমি নিপুণ হাতে আমাকে গুছিয়ে দাও
আমার দুঃখ-ব্যথার সকল ক্লেশ
নিমিষেই ঘুচিয়ে দাও
প্রিয় প্রেমিকা তুমি বুঝিয়ে দাও
তোমাকে ছাড়া আমি কতোটা অসহায়
তোমার ভালোবাসার কাছে কতোটা অবনত!//

শনিবার, ১৫ জুলাই, ২০১৭

দেখা


তোর চোখের সঙ্গে আমার চোখের
হঠাৎ সেদিন দেখা
আমার চোখের তারায় ফুটলো যেন
হাজার আলোর রেখা

তোর ঠোঁটের সঙ্গে আমার ঠোঁটের
যেই হলো সাক্ষাত
পোড়া মনের দুখ ব্যথা
নিমিষেই উৎখাত

তোর মায়া জড়ানো হাতটি যখন
ছুঁলো করতল
বুকের মাঝে দখিন হাওয়া
বইলো অনর্গল

তোর আগুন দেহ বুঝলো যখন
আমার দেহের ভাষা
প্রণয় বৃষ্টিতে হৃদয় আমার
ভিজলো সহসা//

সোমবার, ১০ জুলাই, ২০১৭

তোমার আকাশ বাড়ি


তোমার আকাশ বাড়ি
স্বপ্নে দিবো পাড়ি
তুমি হৃদয় খোলা রেখো
কিছু প্রেমও তোলা রেখো
সাঁঝ বেলাতে পরে থেকো
সিঁদুর রঙের শাড়ি....

তোমার আকাশ বাড়ি
শাদা মেঘের সারি
কেমন করে পাড়ি দিবো
আমি যে আনাড়ি
চোখের জলের দামে
মিষ্টি রোদের খামে
তোমার জন্য স্বপ্ন কিনে
পাঠাবো তাড়াতাড়ি
 
তোমার আকাশ বাড়ি
আমার স্বপ্ন স্বেচ্ছাচারী
তুমি অপেক্ষাতে থেকো
আসবো মনে রেখো
তোমায় ছাড়া স্বর্গেও কি
একলা থাকতে পারি?

ভালো থাকুক ভালোবাসা


ভালো থাকুক প্রিয় নারী
ভালো থাকুক তার ভিটি পাড়ের লাল শাড়ি
ভালো থাকুক লাল টিপ ভালো থাকুক খোঁপার ফুল
মিষ্টি হাসির দ্যোতনাতে কেঁপে উঠুক কানের দুল
ভালো থাকুক রূপবতীর বহ্নিশিখা রূপ
আকাশ জোড়া স্বপ্ন গুলোও থাকুক অনুরূপ
ভালো থাকুক তন্বী দেহের চওড়া কোমর বাঁক
মায়া দৃষ্টির গভীরতায় নয়ন সুখে থাক
ভালো থাকুক ঝিনুক চিবুক শাদা দাঁতের সারি
উদাস চোখের পাপড়ি ছুঁয়ে স্বপ্ন ফিরুক বাড়ি
ভালো থাকুক মনের গোপন আশা
ভালো থাকুক ভালোবাসা//

বুধবার, ৫ জুলাই, ২০১৭

বিষাদ


এক ভুল দুপুরে চুমু খেয়েছিলাম তোমাকে
এখন ভুলেই গেছি কি স্বাদ
মনে পড়লেই এখন ভীষণ মন খারাপ হয়
তাই তার নাম দিয়েছি বিষাদ//💔

রবিবার, ২ জুলাই, ২০১৭

কথায় কথায় হোক কবিতা

কথায় কথায় হোক কবিতা
চোখে চোখে হোক গল্প
নির্জনে বসে দুজনে আঁকি
কিছু নিবিড় দৃশ্য কল্প
এসো নিরুদ্দেশে যাই
ভালোবাসায় ভেসে যাই//
 

 

শনিবার, ১ জুলাই, ২০১৭

আমি তোমার কে?


বলো আমাকে ছাড়া কি তোমার অভিমান কমে
আমাকে ছাড়া কি তোমার বিকেলের গল্প জমে
আমাকে ছাড়া ইচ্ছে নদীতে উঠে কি নতুন ঢেউ
আমাকে ছাড়া বলোনা তোমার হাতটি ধরে কেউ
আমাকে ছাড়া তোমাকে ভালো বুঝতে পারে কে
জানি সংশয় ভেঙ্গে শেষ পর্যন্ত খুঁজবেই আমাকে//