পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১২

মন আকাশে কেন উড়ো হয়ে গাঙ চিল

আবার এসে তুমি কি আমায়
ভালবাসতে পারো
তবে অকারণে স্মৃতির দরজায়
কেন কড়া নাড়ো
কেন কষ্ট নদীর শান্ত জলে
মারো তুমি ঢিল
মন আকাশে কেন উড়ো
হয়ে গাঙ চিল
সকাল বিকাল অযথা কেন
বিরক্ত তুমি করো
দোহাই লাগে তুমি আমার
রাস্তা থেকে সরো//

তোমার ভালোবাসার বৃষ্টিতে নিজেকে ভিজিয়ে রাখি

তোমার কথা ভাবলে আমার
জলে ভরে আঁখি
তাই তোমার ভালোবাসার বৃষ্টিতে
নিজেকে ভিজিয়ে রাখি
আমি সারা দিন সারাবেলা
তোমার অপেক্ষায় থাকি
প্রহরগুলো দীর্ঘ হয় তুমি দাও ফাঁকি
তবুও তোমার ভালোবাসার বৃষ্টিতে
                                          নিজেকে ভিজিয়ে রাখি//

বৃষ্টিরে তুই নিপাত যা বৃষ্টিরে তুই দূরে গিয়ে মর



আজ বৃষ্টি কেড়ে নিল আমার সুবর্ণ বিকেলটুকু
যে বিকেলটা আমি তোমাকে দিতে চেয়েছিলাম
হতচ্ছাড়া বৃষ্টি নষ্ট করে দিল একটি রোমান্টিক সম্ভাবনা
দিলনা আমাকে একটু ভালোবাসার অবসর
বৃষ্টিরে তুই নিপাত যা বৃষ্টিরে তুই দূরে গিয়ে মর//

এসো ঐ চাঁদের নিচে দাঁড়াই

সুন্দরী এই রাত
নীল জোছনার ধারাপাত
এসো ঐ চাঁদের নিচে দাঁড়াই
এসো দুজনে পথ হারাই
কিছু কথা হয়ে যাক
কিছু সময় বয়ে যাক
এসো দুজনে কিছু স্বপ্ন কুড়াই//

তুমি শরতের মেঘ হয়ে ফিরে আসো




তুমি শরতের মেঘ হয়ে ফিরে আসো
অথবা হও বৈশাখের প্রলয়ঙ্করী ঝড়
আমি তোমার ছায়ায় একটু জুড়াই
অথবা তচনছ হয়ে যাই তোমার আঘাতে//

পৃথিবী বসে আছে তার পায়ের কাছে

সে বসে আছে তার সব অহংকার
অভিমান আর ভালোবাসা নিয়ে
উদাস চোখে তার স্বপ্ন খেলা করে
মায়াবী দুটি ঠোঁট কার কথা বলে
কার লাগি হাসে সে কার লাগি কাঁদে
কার লাগি উতলা হয়ে পথ চেয়ে থাকে
সে যে বসে আছে গরবিনী বেশে
পৃথিবী বসে আছে তার পায়ের কাছে//

শুধু চোখে চোখে কথা হোক


সব কথা থেমে যাক
শুধু চোখে চোখে কথা হোক
তোমাকে দেখতে দেখতে
এই চোখ দুটি ব্যথা হোক//

আমার পথ এখন ভিন্ন



তোমার চলে যাওয়া পথে
রয়েছে তোমার ছায়া
রয়েছে তোমার পদ চিহ্ন
দু:খ বিছানো ওপথ দিয়ে
আমি আর কখনো হাঁটবোনা
আমার পথ এখন ভিন্ন//

বুধবার, ২৫ জুলাই, ২০১২

হায় তুমি কেন এতো অবুঝ হলে

যে দিন হঠাৎ পাল্টে গেলে তুমি                  
সেদিন থেকে পাল্টে গেল আমার আকাশ
পাল্টে গেল মেঘেদের রঙ
ধূসর কুয়াশার মতো কষ্টে
ছেয়ে গেলো আমার রোদেলা হৃদয়

সেদিন ছিল না কোন গ্রহনকাল
তবুও মেঘের আড়ালে মুখ লুকালো চাঁদ
আমার সুখের দিন নির্বাসনে গেল
দুঃখের রাত আরো প্রলম্বিত হলো
নিকষ কালো অন্ধকারে ঢেকে গেল
আমার চন্দ্রাহত পৃথিবী

তুমি পাল্টে গেলে তাই
থেমে গেলো সব কোলাহল
থেমে গেল দোয়েলের শিষ নদীর কলতান
বিবর্ণ হয়ে গেল প্রান্তরের সব সবুজ
হায় তুমি কেন এতো অবুঝ হলে//

ইচ্ছে করে আবার তোমার হাত ধরি


তোমাকে ভেবে ভেবে সারা রাত
বিছানায় ছটফট করে আমার ভোর হলো
খুব সকালে দরজায় তোমাকে দেখে
আমার সারা রাতের না ঘুমানোর কষ্টটা
এক নিমিষে দূর হয়ে গেল
অতপর তোমার সঙ্গে আমার মিষ্টি কিছু ভুল হলো
সকালের সর্ষে রঙা রোদ ছাড়া
যে ভুলের কোন সাক্ষী ছিল না
সেই ভুল গুলো ছিল আমার জীবনের শ্রেষ্ঠতম ভুল
ইচ্ছে করে আবার তোমার হাত ধরি
আবার প্রেমে পড়ি আবার ভুল করি....//




আমি তোমার মুখে সকাল দেখি



আমি তোমার মুখে সকাল দেখি
চুলে দেখি রাত
ঠোঁটে দেখি ভালোবাসা
চোখে বৃষ্টি পাত
আমি তোমার হাতে হাত রাখি
তোমার ভালোবাসা হৃদয়ে মাখি//

ভালোবাসা ছড়িয়ে দিলাম তোমার চলার পথে


হয়তো তোমাকে পাবো না কিছুতেই কোন মতে
তবু ভালোবাসা ছড়িয়ে দিলাম তোমার চলার পথে
ভালোবাসা পায়ে দলে চলে যাও যদি
এই বুকে বইবে তবে কষ্টের নদী//
 

শনিবার, ২১ জুলাই, ২০১২

সময়ের সিড়িঁতে দাঁড়িয়ে আছি আমি


সময়ের সিড়িঁতে দাঁড়িয়ে আছি আমি
ইচ্ছে করে তোমার কাছে গিয়ে থামি
তুমি আছ দূরে কোন সে অচিনপুরে
আমি তোমায় পাইনা খুঁজে সারা পৃথিবী ঘুরে//

রবিবার, ১ জুলাই, ২০১২

আমার সকল পথ শুধু তোমাতে হারায়


আমি যতো দূরেই যাই
তোমার অনিন্দ্য চোখের রোদেলা চাহনী
দুষ্ট ঠোঁটের মিষ্টি হাতছানি
আবার আমাকে তোমাতে ফেরায়
আমি যেখানেই যাই যতো দূরে যাই
তুমিই আমার পথের শেষ
আমার সকল পথ শুধু তোমাতে হারায়//

মনে রেখ একদিন আমিও ছিলাম

কষ্ট টুকু আমারি থাক
সুখগুলো সব তোমাকে দিলাম
তোমার দেয়া দুঃখ গুলো
বেলা শেষে কুড়িয়ে নিলাম
শুধু মনে রেখ একদিন
তোমার পাশে আমিও ছিলাম//