পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

বুধবার, ২৫ জুলাই, ২০১২

হায় তুমি কেন এতো অবুঝ হলে

যে দিন হঠাৎ পাল্টে গেলে তুমি                  
সেদিন থেকে পাল্টে গেল আমার আকাশ
পাল্টে গেল মেঘেদের রঙ
ধূসর কুয়াশার মতো কষ্টে
ছেয়ে গেলো আমার রোদেলা হৃদয়

সেদিন ছিল না কোন গ্রহনকাল
তবুও মেঘের আড়ালে মুখ লুকালো চাঁদ
আমার সুখের দিন নির্বাসনে গেল
দুঃখের রাত আরো প্রলম্বিত হলো
নিকষ কালো অন্ধকারে ঢেকে গেল
আমার চন্দ্রাহত পৃথিবী

তুমি পাল্টে গেলে তাই
থেমে গেলো সব কোলাহল
থেমে গেল দোয়েলের শিষ নদীর কলতান
বিবর্ণ হয়ে গেল প্রান্তরের সব সবুজ
হায় তুমি কেন এতো অবুঝ হলে//

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন