পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

বুধবার, ৩০ আগস্ট, ২০১৭

প্রস্থান

তুমি চলে যাবার পরে

চাঁদ আর আসেনি আমার ঘরে

আসেনি ভোরের বাতাস

দেখিনি খোলা আকাশ

বিছানা ভিজেনি বৃষ্টির ছাঁটে

রোদ এসে ঘুমায়নি আর খাটে

 

তুমি যাবার পর

                                                      বন্ধই আছে শূন্য ঘর

                                                      ফুলদানিতে শুকিয়ে গেছে ফুল

                                                      এলোমেলো হয়ে আছে নষ্ট চুল

                                                      কেউ এসে নাড়েনিতো কড়া

                                                      অলক্ষ্যে ঘরে ঢুকে পড়েনিতো ধরা

 

                                                      তোমার প্রস্থান

                                                      আমার মৌন অভিমান

                                                      শুধু হৃদয় ভেঙ্গে হলো খান খান//

সোমবার, ১৪ আগস্ট, ২০১৭

আমার দ্বিতীয় প্রেমিকা

আমি নির্ঘুম রাত্রি জাগি
রাত্রির সঙ্গে আমার অনুরাগ
রাত্রি তো আমার সকল দুঃখ জানে
চোখের নীচে জমেছে তাই কালশিটে দাগ
রাত্রির মাঝে পচন পতন রাত্রির ভিতর ক্ষয়
রাত্রির বুকে লুকিয়ে রাখি নীরব পরাজয়
রাত্রি সে আমার গোপন মানস প্রিয়া
রাত্রি আমার কষ্টের বিষাদ সিন্ধু
রাত্রির সঙ্গে আমার পরকীয়া
রাত্রি আমার বন্ধু//

বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭

বার্ধক্য



                                                      জীবন পৃষ্ঠা উল্টাচ্ছে
                                                      চলে যাচ্ছে পাতার পর পাতা
                                                      কিছু পড়া হচ্ছে, কিছু অপঠিত
দীর্ঘশ্বাসে ঝাপসা হচ্ছে চশমার কাঁচ
মলিন হচ্ছে খেরো খাতা
চুলের অরণ্য উজাড়
কপালে বয়সের ভাঁজ
ক্ষমা করছে না ক্লান্তি
দ্রুত তেজ হারাচ্ছে মধ্যাহ্নের রোদ
                                                      দিগন্তে সোনালী আভা
                                                      আঁধার নামছে ধীরে
                                                      কখন থেমে গেছে কোলাহল
                                                      নিঃসঙ্গতা এসে জাপটে ধরছে
                                                      যবনিকার অপেক্ষায় কাটছে প্রহর
                                                      হায়, জীবন এতো সংক্ষিপ্ত কেন?//

শনিবার, ৫ আগস্ট, ২০১৭

স্বপ্নের লাশ


একটি উড়ো চিঠি
কিছু প্রান্তিক ভুল
এক গুচ্ছ অভিমান
অগোছালো নষ্ট চুল
 
বিরহী বর্ষা কাঁদে
জানালার শার্সিতে
বিষণ্ন মুখ এক
হৃদয়ের আরশিতে

নির্ঘুম রাত
হায় ব্ড্ড তিমির
ললাটে শুকিয়ে যায়
বেদনার শিশির

দুঃখ গুলো অক্টোপাশ
করে বুনো উল্লাস
বুকের ভিতর পড়ে থাকে
স্বপ্নের লাশ//

 

মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭

সুখের গন্ধ


যখন আমার পাশে কেউ ছিল না
সঙ্গে ছিল শুধু কষ্ট আর বেদনা
তুমিও তখন লুকিয়ে ছিলে আড়ালে
এখন আমার ফিরেছে সময়
জীবন হয়েছে কাব্যময়
ফাগুনের বাতাসে সুখের গন্ধ পেয়ে
তুমিও আবার সামনে এসে দাঁড়ালে
এখন আমার কি এসে যায়
পথের বাঁকে তোমাকে হারালে//