পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫

মৌন সর্বনাশ//

                                            তুমি আমাকে ভেঙেচুরে নষ্ট কর
কিংবা অযত্নে ফেলে রেখে কর বিনাশ
যেন আমি পড়ে ফেলা কোন কবিতার বই
কিংবা এক নিঃশ্বাসে শেষ করা কোন উপন্যাস
তুমি যতোই আমাকে পরিত্যাগ করো
আমি তোমার ভিতর করবো বাস
নিদান কালের সঙ্গী হবো
হবো তোমার সর্বনাশ//
                             
                                                 
                                     
                                     
                             


                                     
                                     
                                     
                                    

শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫

দুঃখ গুলো বাড়ায় কালো হাত


আমি অনেক দুঃখ পুষি
দুঃখ গুলো নীল
হয়তো তোমার দুঃখের সঙ্গে আছে কোথাও মিল
কিংবা গড়মিল
দুঃখ গুলো অস্থিতিশীল
কখনো ওরা মেঘ হয়ে যায় কখনো আবার চিল
অশ্রু হয়ে চোখে করে
নোনা জলের মিছিল
দুঃখ গুলো খুব বেপরোয়া লাগামছাড়া দিশেহারা
বুঝা যে মুশকিল
হৃদয়ের শান্ত জলে অকারণে
হঠাৎ মারে ঢিল
দুঃখ গুলো হরেক রকম
হরেক রকম জাত
অকারণে বুকের ভিতর ঘটায় রক্তপাত
চুপিসারে দূরে গিয়েও আবার ফিরে যে অকস্মাৎ
যখন ভুল অধরে ওষ্ঠ রাখার
ভুল চিবুকে মগ্ন হওয়ার রাত
দুঃখ গুলো বাড়ায় কালো হাত
ভুল মানুষকে ভেবে ভেবে রাতের ঘুম যে উৎখাত//

শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫

সব বন্ধুকে ভালোবাসা এবং কৃতজ্ঞতা


জ।ল জো।ছ।না।র কা।ব্য আমার ব্যক্তিগত কবিতা ব্লগ। আমার কবিতার আর্কাইভ। মূলত ফেসবুকে আমার টাইম লাইনে পোস্ট করা অনুকাব্য এবং কবিতা গুলোকে সুবিন্যস্ত ভাবে সংরক্ষণের উদ্দেশ্যেই এই ব্লগের সৃষ্টি।

বিগত ২৮ মার্চ, ২০১২ ইং তারিখে জ।ল জো।ছ।না।র কা।ব্য ব্লগটির যাত্রা শুরু হয়।  অগ্রযাত্রার শুরু থেকেই কবিতা প্রেমিদের কাছ থেকে উল্লেখযোগ্য সাড়া পাওয়া গেছে
, যার ফলে তিন বছর কয়েক মাস অতিক্রান্ত হওয়ার পর এই ব্লগের দর্শনার্থীর (Visitor) সংখ্যা আজ পঞ্চাশ হাজার অতিক্রম করলো।
 

এই অর্জন নিঃসন্দেহে আনন্দের এবং উৎসাহ ব্যঞ্জক। তবে ব্লগটিতে কবিতা পোস্ট করার ব্যাপারে আমি শুরুতে যতোটা তৎপর ছিলাম, ব্যক্তিগত ব্যস্ততা এবং আলসেমির কারণে পরবর্তীতে সেই উৎসাহ বা তৎপরতা সমান ভাবে ধরে রাখতে পারিনি। নয়তো দর্শনার্থীদের সংখ্যা নিঃসন্দেহে নয়তো দর্শনার্থীদের সংখ্যা নিঃসন্দেহে এর দ্বিগুন হতো।
 

তবুও জ।ল জো।ছ।না।র কা।ব্য ব্লগের এই বিপুল পাঠক প্রিয়তায় আমি সন্তুষ্ট। যে সব কবিতা প্রেমি পাঠক বন্ধু বিশেষ করে আমার Google+ এবং Facebook বন্ধুরা যারা আমার ব্লগটি পরিদর্শন করেছেন, মন্তব্য করেছেন, তাদের প্রতি রইল আমার সবিনয় কৃতজ্ঞতা, এবং ভালোবাসা।

একটি অনন্য মাইল ফলক অতিক্রমের শুভ মুহূর্তে জ।ল জো।ছ।না।র কা।ব্য ব্লগটিকে আরো কিভাবে সমৃদ্ধ করা যায়
, সুবিন্যস্ত করা যায়, সেই ব্যাপারে আমার বন্ধু, শুভানুধ্যায়ী এবং কবিতা প্রেমিদের মূল্যবান মতামত এবং পরামর্শ প্রত্যাশা করছি। ভালো থাকুন এবং পাশেই থাকুন বন্ধুরা আমার।

বিনীত
ঈশান মাহমুদ
খিলগাঁও, ঢাকা।
ishan1219@yahoo.com

সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫

আমি আবার আসবো ফিরে


আমি তোমার কাছে আসবো  ফিরে
কোন এক চন্দ্র রাতের শেষে
আমার জন্য কিছু জল রেখো চোখে
ললাটে রেখো কিছু রোদ
ঠোঁটে রেখো একটু লেপ্টানো হাসি
চিবুকে রেখো কিছু মিষ্টি আদর
আর বুকে রেখো বাসনা

আমি আবার আসবো ফিরে
স্বপ্ন-সারথি অথবা শাদা বকপাখি হয়ে
শিশির ভেজা কোন এক নিশ্চুপ রাতে
তুমি সোহাগ কাঁকন পরে
দখিনের দরজায় দাঁড়িয়ে থেকো
আর ভুলে যেও অভিমান
ভুলে যেও সব দলছুট বেদনা//

কথা হবে নীরবে


এই শীতার্ত রাতে
দ্বিধার দরজা খুলে
শীতল অভিমান ভুলে
তুমি আমার কাছে এসো
এসো তুমি নিঃশ্বাসের কাছে
এসো আমার চাদরের উষ্ণতায়
তোমাকে কিছু জমানো কথা বলবো
কথা বলবো যে কথা কখনো বলিনি
কথা বলবো স্পর্শের উত্তাপে
কথা বলবো চোখের ভাষায়
কথা হবে জলজ ঠোঁটে
কথা হবে নীরবে//