পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬

ভুল দুপুরের বৃষ্টি

মেয়ে তুমি খুব গোপনে
দৃষ্টি দিয়ে আঁচড় কাটো মনে

ভুল দুপুরের বৃষ্টি হয়ে
ভাসাও আমায় হঠাৎ প্লাবনে

কখনো তুমি জলের নদী হও
কখনো বা ক্ষুব্ধ সমুদ্দুর

যেন আমার
তুমি নও
কাছে থেকেও থাকো বহুদূর

তোমার এক চোখে অগ্নিবাণ
অপর চোখে আহ্বান

কখনো জ্বলে পুড়ে মরি
কখনো ভেঙ্গেচুরে খান খান
//
 

বুধবার, ২০ এপ্রিল, ২০১৬

শাদা মেঘের খাম


তোমার কাছে পাঠিয়ে দিলাম শাদা মেঘের খাম
খামের গায়ে লিখে দিলাম কষ্টের শিরোনাম
জলের রঙে অভিমানের নকশা দিলাম এঁকে
দেখো বৃষ্টি হয়ে সেই চিঠি পড়বে আকাশ থেকে//

মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬

বিষাদ কাব্য


একদিন চলে যাবো তোমার বেদনা বাড়িয়ে দিয়ে
যে পথে রোদ্দুর নেই সে পথেই যাবো হারিয়ে
আমার কথা ভেবে ভোরের পাখি করবে কোলাহল
বলবে উদাস দোয়েল কিংবা জোনাক পোকার দল
পথের ধূলো হয়তো মুছে দিবে আমার পদচিহ্ন
তবুও আমার প্রেম পলে পলে তোমাকে করবে বিদীর্ণ
একদিন চলেই যাবো হয়তো আসবো আবার ফিরে
ঘুমের মাঝে স্বপ্ন হয়ে কিংবা ভাবনা নদীর তীরে//

মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬

বিষণ্ন রাত যেন কষ্টের ধারাপাত

যৌবন হেঁটে চলে যায় সময়ের হাত ধরে
শেষ বিকেলে ফিকে হয়ে যায় নিবিড় প্রেম
শ্যাওলা জমে জমে ময়লা হয় হৃদয়ের দেয়াল
প্রিয় প্রেমিকার মায়াবী হাসিও একঘেয়ে মনে হয়
শেষ পর্যন্ত জেগে থাকে শুধু তারা জ্বলা বিষণ্ন রাত

মনে হয় যেন কেহ নাই সবই ফাঁকি সবই মরীচিকা//