পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬

বিষণ্ন রাত যেন কষ্টের ধারাপাত

যৌবন হেঁটে চলে যায় সময়ের হাত ধরে
শেষ বিকেলে ফিকে হয়ে যায় নিবিড় প্রেম
শ্যাওলা জমে জমে ময়লা হয় হৃদয়ের দেয়াল
প্রিয় প্রেমিকার মায়াবী হাসিও একঘেয়ে মনে হয়
শেষ পর্যন্ত জেগে থাকে শুধু তারা জ্বলা বিষণ্ন রাত

মনে হয় যেন কেহ নাই সবই ফাঁকি সবই মরীচিকা//




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন