পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬

ভুল দুপুরের বৃষ্টি

মেয়ে তুমি খুব গোপনে
দৃষ্টি দিয়ে আঁচড় কাটো মনে

ভুল দুপুরের বৃষ্টি হয়ে
ভাসাও আমায় হঠাৎ প্লাবনে

কখনো তুমি জলের নদী হও
কখনো বা ক্ষুব্ধ সমুদ্দুর

যেন আমার
তুমি নও
কাছে থেকেও থাকো বহুদূর

তোমার এক চোখে অগ্নিবাণ
অপর চোখে আহ্বান

কখনো জ্বলে পুড়ে মরি
কখনো ভেঙ্গেচুরে খান খান
//
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন