পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৪

তুমি যখন ওড়ার জন্য খোঁজো নীল আকাশ


                                   
তুমি যখন ওড়ার জন্য খোঁজো নীল আকাশ
আমি তখন পায়ের নীচে খুঁজি শক্ত মাটি
আমার জীবন অগোছালো তোমার পরিপাটি
তবু ইচ্ছে করে তোমার সঙ্গে একই পথে হাঁটি
তুমিই আমার সুখ-দুঃখ নিঃশ্বাসের বাতাস
তুমি যখন ওড়ার জন্য খোঁজো নীল আকাশ
মাটির পৃথিবীতে তখন আমার বসবাস//

সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৪

আমার স্বপ্ন বিনাশে তোর চোখে কেন জল নেমে আসে

আমার চোখে বৃষ্টি নামলে
কেন তুই জলে ভিজে যাস
আমার আকাশ রোদেলা হলে
কেন তোর মনে জাগে উচ্ছ্বাস
কথায় কথায় তুই কেন হঠাৎ আনমনা হয়ে যাস
তবে কি মেয়ে তুই মনে মনে আমাকেই শুধু চাস
আমার স্বপ্ন বিনাশে
তোর চোখে কেন জল নেমে আসে
আমার সাফল্যের সুখে
কেন আলো আসে তোর চোখে-মুখে
আমার আনন্দে কেন তুই মিষ্টি করে হাসি
তবে কি মেয়ে তুই মনে মনে আমাকেই  ভালোবাসি?//