পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

বুধবার, ২৯ অক্টোবর, ২০১৪

তুমি আমার নাগালে এসো

ওদিকে যেও না, ওদিকে বড্ড কোলাহল খুব হৈ চৈ
বরং এদিকে এই নির্জনে এসো
তোমার সঙ্গে আমার কিছু কথা আছে
কথা আছে আমার চোখের সঙ্গে তোমার চোখের
তোমার ঠোঁটের সঙ্গে আমার বুভক্ষ ঠোঁটের
কথা আছে আমার হৃদয়ের সঙ্গে তোমার হৃদয়ের
আমার শার্টের সঙ্গে তোমার আঁচলের
তোমার নিঃশ্বাসের সঙ্গে আমার নিঃশ্বাসের
কথা গুলো হারিয়ে যাওয়ার আগেই নাগালে এসো তুমি//

শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪

নারী, তুমি যেন ঝিলিক দেয়া তরবারি//


তোমার ভেজা অধরে আমি গুম হয়ে যাই
খুন হয়ে যাই দৃষ্টির ছোবলে
তোমার ভেজা চুলের সৌরভে আমি শিহরিত হই
উদ্দীপ্ত হই প্রেমের গৌরবে
নারী তুমি যেন মধ্যাহ্নের রোদে ঝিলিক দেয়া তরবারি
বলো তোমায় ছাড়া স্বর্গেও কি আমি একলা থাকতে পারি//

আমার খোলা জানালা

আমার জানালা আমার বাতায়ন
যেখানে বর্ষা আসে বৃষ্টি কণা নিয়ে
ফুলের সুবাস নিয়ে আসে অগ্রহায়ণ
মাঝরাতে রূপসী চাঁদ এসে জোছনা ছড়ায়
শীতের সকালে রোদ এসে উষ্ণতা রেখে যায়
ভরদুপুরে উঁকি দিয়ে যায়
শরতের নীল আকাশ
চৈত্রের খরতাপে শীতল করে দিয়ে যায় স্বস্তির বাতাস
আমার খোলা জানালা আমার দৃষ্টি মেলে দেয়ার আয়না//

 

শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪

ইচ্ছে করে ভুলের নোঙর ফেলি তার হৃদয়ে



দূর জানালায় একটি শ্যামা মুখ
ইচ্ছে করে রোদ হয়ে তার দৃষ্টি ছুঁয়ে দেই
বৃষ্টি হয়ে ছুঁয়ে দেই তার দীর্ঘ কালো নরম চুল
তার বিষাদ চোখের নীরবতা আমাকে
প্রলুব্ধ করে
ইচ্ছে করে
একটি ভুলের নোঙর ফেলি তার হৃদয়ে//