পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

বুধবার, ৫ মার্চ, ২০১৪

তুমি দুঃখ নিওনা মনে তুমি অভিমান রেখো না মনে

এই নীল জোছনার রাতে
আগ্রাসী বেপরোয়া হাতে
তোমায় না হয় একটু ছুঁয়েই দিলাম
ভালোবাসায় উথলে ওঠে
তোমার ঐ ভেজা ঠোঁটে
একটু ভালোবাসা একেঁই দিলাম
তুমি দুঃখ নিওনা মনে
তুমি অভিমান রেখো না মনে//

ইচ্ছে করে তোমাকে একটু গোপনে ছুঁয়ে দি

ইচ্ছে করে তোমাকে একটু গোপনে ছুঁয়ে দি
বৃষ্টি হয়ে চোখের কোনের দুঃখ ধুয়ে দি
ইচ্ছে করে রঙ পেন্সিলে তোমার মন রাঙিয়ে দি
সাত সকালে রোদ্দুর হয়ে ঘুম ভাঙিয়ে দি
ইচ্ছে করে তোমার ঠোঁটে মিষ্টি আদর মাখি
তীব্র শীতে চাদর করে গায়ে জড়িয়ে রাখি
ইচ্ছে করে তোমার চোখে আকাশ মেলে দি
সেই আকাশে মেঘ হয়ে যাই দিগন্ত অবধি
ইচ্ছে করে তোমাকে একটু গোপনে ছুঁয়ে দি
বৃষ্টি হয়ে চোখের কোনের দুঃখ ধুয়ে দি//

তুমি নিজেই গড় নিজেই ভাঙো প্রেমের সংবিধান


তোমার চোখের আকাশ জুড়ে শীতল অভিমান

বুকের ভিতর আমার জন্য এক জনমের টান

দ্বিধার দেয়াল ভেঙে ফেলে একটু যেচে কাছে গেলে

মেঘলা চোখে আবার কর নিস্পৃহতার ভান

তুমি নিজেই গড় নিজেই ভাঙো প্রেমের সংবিধান//