পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

শুক্রবার, ২২ জুন, ২০১২

এখনো ভালোবাসা হাতছানি দেয়



এখনো ভালোবাসা হাতছানি দেয়
রোদ এসে দাঁড়ায় জানালার পাশে
দক্ষিণা বাতাস এসে চুল ছুঁয়ে দেয়
মনোরম সন্ধ্যা এসে দরজায় দাঁড়ায়
মাঝ রাতে চাঁদ এসে উঁকি দেয় ঘরে
তবুও তুমিহীন আমি বড় একা//

লজ্জার হাত ধরে পালিয়ে গেছে ভালোবাসা


একদা একজনকে ভালোবাসতাম
হয়তো সেও বাসতো
কারনে অকারণে কাছে আসতো
সংশয়ে সংকোচে সহসা
লজ্জার হাত ধরে পালিয়ে গেছে ভালোবাসা
বুকের ভেতর আজো সকরুণ আক্ষেপ//


দোহাই আমাকে ব্যথিত করো না

আমি তোমার কাছে স্বপ্ন চাইনা
আশা চাইনা ভালোবাসা চাইনা
বসন্তের ফাগুন চাইনা
ঘৃণার আগুন চাইনা
উপেক্ষার দৃষ্টি চাইনা
প্রশান্তির বৃষ্টি চাইনা
 দোহাই আমাকে ব্যথিত করো না//

ইচ্ছে করে আবার কারো হাত ধরি


ইচ্ছে করে,
উল্টে দেই বয়সের সিঁড়ি
আবার পঁচিশে ফিরি
আবার কারো হাত ধরি
আবার প্রেমে পড়ি//

বুধবার, ২০ জুন, ২০১২

ও দুঃখবতী মেয়ে

যে মুখে দেখেছি হাসির বিদ্যুত 
মায়াবী সুখের কারুকাজ
কোন অজানা কষ্টে সে মুখ
ভারী বিষণ্ন আজ
যে চোখে দেখেছি আলোর নাচ

দেখেছি মায়াবী ঢং
সে চোখে কেন জল অভিমান

নীল কষ্টের রং
কেন সে চোখের কোনায়  

শ্রাবন মেঘের ছায়া ঘনায়                              
ও দুঃখবতী মেয়ে//

                          


 

মঙ্গলবার, ১৯ জুন, ২০১২

তুমি কেনো বাজালে আমায়


আমিতো ঘুমিয়ে ছিলাম
নিভৃতে-নির্জনে
তুমি কেন জাগালে
তানপুরা হয়ে
পড়েছিলাম
ঘরের কোনে
তুমি কেনো বাজালে //

জানতাম কি তখন তোমার মনে এই ছিল


একদিন তোমার ভালোবাসায়
মন ভিজেছিল
তোমার হাসি সুর হয়ে
প্রাণে বেজেছিল

জানতাম কি তখন
তোমার মনে এই ছিল //