পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১২

জগত-সংসার উচ্ছন্নে যাক তুমি ভালো থেকো


স্মৃতি টুকু তোমাকে দিলাম
যত্ন করে রেখ
জগত
-সংসার উচ্ছন্নে যাক
তুমি ভালো থেকো
//

তোমার জন্য বুক পকেটে তুলে রেখেছি একটি মিষ্টি বিকেল

তোমার জন্য দুচোখে কিছু স্বপ্ন তুলে রেখেছি
সময়ের কাছে জমা রেখেছি কিছু অপেক্ষার প্রহর
ঠোঁটের প্রান্তে মেখে রেখেছি কিছু রক্তিম আদর
বুক পকেটে তুলে রেখেছি একটি মিষ্টি বিকেল
করতলে ধরে রেখেছি নীল জোছনার আলো
বুকের ভেতর লুকিয়ে রেখেছি কিছু ভালোবাসা
ফুলদানিতে সাজিয়ে রেখেছি প্রিয় কিছু ফুল
আর কাগজে লিখে রেখেছি কয়েকটি তাজা কবিতা
ফুল আর কবিতাগুলো বাসি হওয়ার আগেই তুমি এসো//

বুধবার, ১২ ডিসেম্বর, ২০১২

চন্দ্র রাতে চুপিসারে তুমি বুঝি এলে অভিসারে

Photo: আমার দরজায় বাতাস কড়া নাড়ে
আমি ভাবি চন্দ্র রাতে চুপিসারে
তুমি বুঝি এলে অভিসারে
দরজা খুলে হতাশ হই বার বার
তবুও আশায় আশায় রাত্রি করি পার//

Amar dorojae batas kora narye
Ami vabi tumi buji chupisare
Chandro rate ale ovisare
Doraja khule hotash hoi barbar
Tobuo ashae ashae ratri kori par//


আমার দরজায় বাতাস কড়া নাড়ে

আমি ভাবি চন্দ্র রাতে চুপিসারে
তুমি বুঝি এলে অভিসারে
দরজা খুলে হতাশ হই বার বার
তবুও আশায় আশায় রাত্রি করি পার//

আমার কিছু কষ্ট কি তুই নিবি


আমার কিছু কষ্ট কি তুই নিবি
তোর কিছু সুখ চুপিসারে
আমায় কি তুই দিবি
আমার জন্য ভেবে কি তুই
একটু উদাস হবি
চোখের ভেতর দিবি কি এঁকে
অনুরাগের ছবি //

সোমবার, ১০ ডিসেম্বর, ২০১২

সেদিন কলেজ রোডে হঠাৎ করে দেখেছি নীল শাড়ি


সেদিন কলেজ রোডে হঠাৎ করে
দেখেছি নীল শাড়ি
তু্ই ছিলি কি ঐ পথেতো
নেই তোদের বাড়ি
রোদ দুপুরে মেঘের ছায়ায়
আনমনে সে হাঁটছিল
তুই ছিলি কি তোর সঙ্গে তার
দারুণ কিছু মিল ছিল
হঠাৎ করে বৃষ্টি এলে
নীল শাড়িটি রিকশায় দেয় পাড়ি
তুই ছিলি কি তোর সঙ্গেতো
অনেক দিনের আড়ি//

তুই রাখিসনি খবর


তুই রাখিসনি খবর
কতো কষ্ট লুকানো আমার দীর্ঘশ্বাসে
কতো বেদনা ওড়ে আমার আকাশে
তুই রাখিসনি খবর
ভিতরে ভিতরে আমি কতোটা রক্তাক্ত
কতোটা ক্ষত-বিক্ষত এই হৃদয়…..//