পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

শুক্রবার, ৫ জুন, ২০১৫

একটি হলুদ পাতার বিকেল

একদিন একটি হলুদ পাতা রঙের বিকেল তুমি আমার জন্য বরাদ্দ রেখো
কলাপাতা রঙের একটি শাড়ি পরে তুমি আমার কাছে এসো
কাজল কালো দু’চোখে রেখো পুঁই ডগার মতো একটু দ্বিধা
ঘাম চিক চিক ঝিনুক চিবুকে রেখো একটু রূপালী সংকোচ
সাদা মুলোর মতো ফর্সা গালে লেগে থাকুক সিঁদুরে আমের আভা
কমলা রঙের লাজুক ঠোঁটে রেখো মধু মিশানো এক টুকরো হাসি
মায়া মুখে রেখো একটু প্রেমের আভাস অথবা একটু ঝড়ের আভাস
চাইলে চোখের তারায় একটু অভিমানও রাখতে পার
অনেক দিন তোমার খবর নেইনি বলে ফেটে পড়তে পারো রাগে
অথবা ক্ষমা করে দিতে পারো আমাকে গাঢ় অনুরাগে
কিংবা অভিমানী অশ্রুতে ভিজিয়ে দিতে পারো আমার কাঁধ
কিছুক্ষণের জন্য হলেও সেদিন তুমি আমার প্রেমে পড়তে পারো হতে পারো প্রেমিকা//

কবিকে তুমি ব্যথিত করো না



                                                   কবিকে লজ্জা দিও না তুমি চুম্বন চেয়ে
                                                   বেপরোয়া হইও না বেশী প্রশ্রয় পেয়ে
করো না জোরজবরদস্তি কিংবা অনুনয়
কবি কারো ইচ্ছের কাছে নতজানু নয়
ভালোবাসার হরিৎ রোদ গায়ে মেখে
কামনা-বাসনা সকল হিম ঘরে রেখে
বিব্রত কবি জানালার পাশে বসে থাকে
তোমার মুখ খানি সে শুধু হৃদয়ে আঁকে
                                                   দোহাই কবিকে তুমি ব্যথিত করো না//
                                            

মঙ্গলবার, ২ জুন, ২০১৫

চুম্বন অভিলাষ


তোর রক্ত ঠোঁটের প্রান্তে ঝুলে চুম্বন অভিলাষ
আমি বালিহাঁসের ডানায় দেখি রোদের দীর্ঘশ্বাস
আনমনা বিকেল মরে গিয়ে উর্বশী রাত নামুক
কামুক রাতের কাছে এসে দমকা বাতাস থামুক
চন্দ্র রাতে কাক জোছনাতে আসুক মিথ্যে ভোর
তোর বুকেতে নেশা জাগুক চোখে লাগুক ঘোর
যদি রাত-দুপুরে তোর সঙ্গে হয় আমার সর্বনাশ
ঘাসের ডগায় লেখা থাকবে প্রেমের ইতিহাস//

আমি যখন থাকবো না



আমি যখন থাকবো না
জানিনা পৃথিবীর
কি ক্ষতি হবে
কিন্তু তখনও নারীরা যৌবনবতী হবে
রাত্রির জরায়ু ছিঁড়ে
তখনও আসবে সকাল
পশ্চাতে চিহ্ন রেখে চলে যাবে মহাকাল
তখনও পথ হারাবে ভোরের কুয়াশা
বাতাসে ভেসে যাবে ভালোবাসা
হায়, শুধু আমি থাকবো না//

এক রাত্রির পাপ


ভালোবাসতে বাসতে খুব কাছে চলে গেলাম
তোর নিঃশ্বাস টুকু আমার নিঃশ্বাসে টেনে নিলাম
লেপ্টে দিলাম কপালের টিপ মুছে দিলাম কাজল
ছুঁয়ে দিলাম আনাচ-কানাচ সরিয়ে দিলাম আঁচল
অতঃপর তোর প্রেম যমুনায় দিলেম আমি ঝাঁপ
হায় আমলনামায় জমা হলো এক রাত্রির পাপ//