পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

শুক্রবার, ৫ জুন, ২০১৫

কবিকে তুমি ব্যথিত করো না



                                                   কবিকে লজ্জা দিও না তুমি চুম্বন চেয়ে
                                                   বেপরোয়া হইও না বেশী প্রশ্রয় পেয়ে
করো না জোরজবরদস্তি কিংবা অনুনয়
কবি কারো ইচ্ছের কাছে নতজানু নয়
ভালোবাসার হরিৎ রোদ গায়ে মেখে
কামনা-বাসনা সকল হিম ঘরে রেখে
বিব্রত কবি জানালার পাশে বসে থাকে
তোমার মুখ খানি সে শুধু হৃদয়ে আঁকে
                                                   দোহাই কবিকে তুমি ব্যথিত করো না//
                                            

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন