পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

শুক্রবার, ৫ জুন, ২০১৫

একটি হলুদ পাতার বিকেল

একদিন একটি হলুদ পাতা রঙের বিকেল তুমি আমার জন্য বরাদ্দ রেখো
কলাপাতা রঙের একটি শাড়ি পরে তুমি আমার কাছে এসো
কাজল কালো দু’চোখে রেখো পুঁই ডগার মতো একটু দ্বিধা
ঘাম চিক চিক ঝিনুক চিবুকে রেখো একটু রূপালী সংকোচ
সাদা মুলোর মতো ফর্সা গালে লেগে থাকুক সিঁদুরে আমের আভা
কমলা রঙের লাজুক ঠোঁটে রেখো মধু মিশানো এক টুকরো হাসি
মায়া মুখে রেখো একটু প্রেমের আভাস অথবা একটু ঝড়ের আভাস
চাইলে চোখের তারায় একটু অভিমানও রাখতে পার
অনেক দিন তোমার খবর নেইনি বলে ফেটে পড়তে পারো রাগে
অথবা ক্ষমা করে দিতে পারো আমাকে গাঢ় অনুরাগে
কিংবা অভিমানী অশ্রুতে ভিজিয়ে দিতে পারো আমার কাঁধ
কিছুক্ষণের জন্য হলেও সেদিন তুমি আমার প্রেমে পড়তে পারো হতে পারো প্রেমিকা//

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন