পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

মঙ্গলবার, ২ জুন, ২০১৫

চুম্বন অভিলাষ


তোর রক্ত ঠোঁটের প্রান্তে ঝুলে চুম্বন অভিলাষ
আমি বালিহাঁসের ডানায় দেখি রোদের দীর্ঘশ্বাস
আনমনা বিকেল মরে গিয়ে উর্বশী রাত নামুক
কামুক রাতের কাছে এসে দমকা বাতাস থামুক
চন্দ্র রাতে কাক জোছনাতে আসুক মিথ্যে ভোর
তোর বুকেতে নেশা জাগুক চোখে লাগুক ঘোর
যদি রাত-দুপুরে তোর সঙ্গে হয় আমার সর্বনাশ
ঘাসের ডগায় লেখা থাকবে প্রেমের ইতিহাস//

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন