পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

বুধবার, ২৪ ডিসেম্বর, ২০১৪

কথা হবে নীরবে

এই শীতার্ত রাতে
দ্বিধার দরজা খুলে
শীতল অভিমান ভুলে
তুমি আমার কাছে এসো
এসো তুমি নিঃশ্বাসের কাছে
এসো আমার চাদরের উষ্ণতায়
তোমাকে কিছু জমানো কথা বলবো
কথা বলবো যে কথা কখনো বলিনি
কথা বলবো স্পর্শের উত্তাপে
কথা বলবো চোখের ভাষায়
কথা হবে জলজ ঠোঁটে
কথা হবে নীরবে//

পেনসিলে লেখা কবিতা


তোর কাঠবিড়ালি চোখ, তোর পান পাতা মুখ
তোর ফর্সা গালে টোল, তোর রিনিক ঝিনিক মল
উথাল পাতাল ঝিনুক চিবুক, বেদানা রঙা ঠোঁট
তোর মেঘ রঙা চুল, চুলে গুঁজানো জবা ফুল
দুঃখ টল মল সজল দৃষ্টি, দিশেহারা ঝুম বৃষ্টি
ঘাম চিক চিক চওড়া কপাল, লেপ্টে যাওয়া টিপ
তোর ঠোঁটের পাশে তিল তোর চোখে ওড়ে চিল
ইচ্ছে করে তোর হৃদয়ে মারি একটি ঢিল//