পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

রবিবার, ১৮ আগস্ট, ২০১৩

হাত বাড়ালে মানুষ মিলে মনতো মিলে না


হাত বাড়ালে মানুষ মিলে
মনতো মিলে না
তোমার কাছে চেয়েছিলাম
তুমি দিলে না

পা বাড়ালে পথ মিলে
মিলে না দিগন্ত
অনেক খুঁজেও পাইনি
তোমার মনের সীমান্ত

চোখ বাড়ালে আকাশ মিলে                        
স্বপ্ন মিলে না
তোমার কাছে চেয়েছিলাম
তুমি দিলে না

সুখ বাড়ালে দুঃখ মিলে
মিলেনাতো সুখ
অনেক খুঁজেও পাইনি আমি
তোমার মতো মুখ

আশা বাড়ালে হতাশা মিলে
ভালোবাসাতো মিলে না
তোমার কাছে চেয়েছিলাম
তুমি দিলে না

হাত বাড়ালে মানুষ মিলে
মনতো মিলে না
তোমার কাছে চেয়েছিলাম
তুমি দিলে না//

তুমি আমার স্বপ্নটুকু নাও আশা টুকু শুধু থাক


তুমি আমার সুখ গুলো নাও
দৃঃখ গুলো থাক
দুঃখের আগুনে হৃদয় পুড়ে
সোনা হয়ে যাক

তুমি আমার স্বপ্নটুকুও নাও
আশা টুকু শুধু থাক
মিথ্যে আশা্তেই হৃদয় না হয়
স্বস্তি খুঁজে পাক// 



 

বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৩

এসো হে শরৎ


চালিয়ে সময়ের রথ
উড়ায়ে মেঘের পরত
পাড়ি দিয়ে মেঠো পথ
এসো হে শরৎ
রোদ
-বৃষ্টি সাথে নিয়ে
কাশফুল হাতে নিয়ে
নাকে পরে শিউলির নথ
এসো হে শরৎ
//

বুধবার, ৭ আগস্ট, ২০১৩

তোমার মনের তীর কি ছুঁয়েছে আমার ভাবনার নদী



বিকেলের সোনা রোদ তোমার মুখে এসে গিয়েছে থেমে
যেন স্বর্গ থেকে ধরণীতে কোন অপ্সরা এসেছে নেমে
সুখের একটি পায়রা যেন উড়ে গেল ঐ দিগন্ত অবধি
সখি তোমার মনের তীর কি ছুঁয়েছে আমার ভাবনার নদী//

হৃদয় ভরে রেখেছি অভিমানের জলে




এক বর্ষার কান্না চোখে ধরে রেখেছি
হৃদয় ভরে রেখেছি অভিমানের জলে
বুক পকেটে কিছু ভালোবাসাও তুলে রেখেছি
সামনের শরতে তুমি আসবে বলে//

শনিবার, ৩ আগস্ট, ২০১৩

মেয়েটি চলে গেছে তার নূপুর পড়ে আছে



মেয়েটি চলে গেছে তার নূপুর পড়ে আছে
সবুজ ঘাসে লেগে আছে তার শরীরের উত্তাপ
মৌন বাতাসে ছড়িয়ে আছে তার চুলের গন্ধ
তার হাসির জলতরঙ্গ এখনো বুকের ভিতর বাজে
মেয়েটি চলে গেছে রেখে গেছে কিছু পিছু টান
সঙ্গে করে নিয়ে গেছে আমার সকল অভিমান//