পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

শনিবার, ৪ জুন, ২০১৬

দূরের মানুষ


                                      ওরে আমার দূরের মানুষ
তুই আবার কাছে আয়
আমাকে একটু জড়িয়ে ধর
এই ঘোরলাগা সন্ধ্যায়
জানালার কাঁচে বৃষ্টির ছাট
কফির কাপে শেষ চুমুক
আমার কাঁধটি ভিজিয়ে দিয়ে
তোর অভিমান একটু কমুক//

মঙ্গলবার, ৩১ মে, ২০১৬

বায়না


তুমি এসে বায়না ধর একটি আকাশ চাই
আমি তোমার চোখের মাপে আকাশ কোথায় পাই
যে আকাশ জুড়ে থাকবে কেবল মিষ্টি রোদের বান
মেঘ হয়ে ভাসবে শুধু তোমার অভিমান
জানি আকাশ পেলে তুমি আবার হতে চাইবে পাখি
তাই তোমাকে মনের ভিতর বন্দী করে রাখি//

শনিবার, ২১ মে, ২০১৬

সহযাত্রা


অন্ধকারের চূড়োয় যেন
তুমি স্বর্ণ আলো
আমার মনের আঙিনাতে
কনক প্রদীপ জ্বালো
তোমার সঙ্গে একটি জীবন
চলুক পথচলা
চলতে চলতে শুরু হোক
হাজার কথা বলা//

বুধবার, ১১ মে, ২০১৬

বৃষ্টির ছদ্মবেশে


আমি যাবো দুঃখ নদীর তটে
শিশির ভেজা ঘাস মাড়িয়ে পাতার সন্নিকটে
হয়তো যাবো তোমার মনের দেশে
চোখের কোনের জল হয়ে বৃষ্টির ছদ্মবেশে

কিংবা যাবো দমকা হাওয়ার কাছে
তার কাছেতে আমার কিছু কষ্ট রাখা আছে
হয়তো প্রিয়া তোমার নামে
চিঠি হয়েই চলে যাবো মিষ্টি রোদের খামে

কিংবা কোন উদাস চৈত্র দিনে
তোমাকে বাঁধিবো আমি ভালোবাসার ঋণে//

সোমবার, ২ মে, ২০১৬

ভালোবাসার আততায়ী


                                              তুমি আমার নির্ঘুম রাত্রি
                                              কামনা-বাসনার হন্তারক
ভালোবাসার আততায়ী
স্বস্তি-সুখের নীরব ঘাতক
তুমি আমার কঠিন বিড়ম্বনা
এক জনমের ভুল
অপ্রত্যাশিত শত্রু তুমি
কাঁটায় ভরা ফুল
তুমি আমার পুরোন ব্যথা
স্বপ্নের ছিনতাইকারী
                                              তবু তোমায় ছাড়া স্বর্গেও কি
                                              একলা থাকতে পারি?

শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬

ভুল দুপুরের বৃষ্টি

মেয়ে তুমি খুব গোপনে
দৃষ্টি দিয়ে আঁচড় কাটো মনে

ভুল দুপুরের বৃষ্টি হয়ে
ভাসাও আমায় হঠাৎ প্লাবনে

কখনো তুমি জলের নদী হও
কখনো বা ক্ষুব্ধ সমুদ্দুর

যেন আমার
তুমি নও
কাছে থেকেও থাকো বহুদূর

তোমার এক চোখে অগ্নিবাণ
অপর চোখে আহ্বান

কখনো জ্বলে পুড়ে মরি
কখনো ভেঙ্গেচুরে খান খান
//
 

বুধবার, ২০ এপ্রিল, ২০১৬

শাদা মেঘের খাম


তোমার কাছে পাঠিয়ে দিলাম শাদা মেঘের খাম
খামের গায়ে লিখে দিলাম কষ্টের শিরোনাম
জলের রঙে অভিমানের নকশা দিলাম এঁকে
দেখো বৃষ্টি হয়ে সেই চিঠি পড়বে আকাশ থেকে//

মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬

বিষাদ কাব্য


একদিন চলে যাবো তোমার বেদনা বাড়িয়ে দিয়ে
যে পথে রোদ্দুর নেই সে পথেই যাবো হারিয়ে
আমার কথা ভেবে ভোরের পাখি করবে কোলাহল
বলবে উদাস দোয়েল কিংবা জোনাক পোকার দল
পথের ধূলো হয়তো মুছে দিবে আমার পদচিহ্ন
তবুও আমার প্রেম পলে পলে তোমাকে করবে বিদীর্ণ
একদিন চলেই যাবো হয়তো আসবো আবার ফিরে
ঘুমের মাঝে স্বপ্ন হয়ে কিংবা ভাবনা নদীর তীরে//

মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬

বিষণ্ন রাত যেন কষ্টের ধারাপাত

যৌবন হেঁটে চলে যায় সময়ের হাত ধরে
শেষ বিকেলে ফিকে হয়ে যায় নিবিড় প্রেম
শ্যাওলা জমে জমে ময়লা হয় হৃদয়ের দেয়াল
প্রিয় প্রেমিকার মায়াবী হাসিও একঘেয়ে মনে হয়
শেষ পর্যন্ত জেগে থাকে শুধু তারা জ্বলা বিষণ্ন রাত

মনে হয় যেন কেহ নাই সবই ফাঁকি সবই মরীচিকা//




বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬

বিষাদ জমে ছাইদানিতে

ঘাসের ডগায় রোদের ঝিলিক
কুলায় বসে ডাকছে শালিক
সাত সকালের আনমনা মেঘ
বাড়িয়ে দিলো মনের আবেগ

ছেড়ে দিলেম নাটাই সুঁতো
উড়রে মন তুই ইচ্ছেমতো
বৈরী হাওয়ার কারুকাজে
হারিয়ে যা তুই মেঘের ভাঁজে

চোখের ভিতর রোদের ঝলক
পড়েনা আর ইচ্ছের পলক
মেঘ রোদ্দুরের হাতছানিতে
বিষাদ জমে ছাইদানিতে

পুরোন প্রেমের পুরোন ক্ষত
দুঃখ গুলো ভীষণ অসংযত
বাউন্ডুলে মন বিরহ কাতর
বুকের ভিতর কষ্ট পাথর

তবুও যে আশায় বাঁধে ঘর
বুকের ভিতর অচিন কারিগর
স্বপ্ন দেখি গহীন নিদের রাতে
প্রিয়া এসে হাত রেখেছে হাতে//



রবিবার, ২০ মার্চ, ২০১৬

আর আমাকে পাবে না তুমি

আর আমাকে পাবে না তুমি
পাবে না খুঁজে কোন শ্রাবণ সন্ধ্যায়
কিংবা বৃষ্টি রাতে একলা বারান্দায়
আমাকে পাবে না তুমি শীত সকালে
অথবা বিষণ্ন দুপুরে মন খারাপের কালে
আমাকে বিনেই চুমুক দিবে চায়ের কাপে
আমার কথা মনে করবে গভীর মনস্তাপে

আমাকে পাবে না আর লোক চক্ষুর আড়ালে
অভিসারে চুপিসারে উষ্ণ হাতটি বাড়ালে
কখনোই পাবে না খুঁজে দৃষ্টির সীমানায়
বুঝবে আমাকে ছাড়া তোমাকে কি মানায়
হারিয়ে যাবো তোমার মনের অজান্তে
স্বপ্ন হয়েও ফিরবো না আর দু‘চোখের প্রান্তে

আমাকে পাবে না আর কখনো পথ হারালে
সমস্যা সঙ্কটে কোমল হাতের নাগালে
চলে যাবো নীরবে সরে যাবো দূরে
কোনও এক অচিনপুরে
কেঁদেও পাবে না আর
করবে শুধু হাহাকার//

বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬

মায়া


সময় বদলে যায়
মৌসুম পাল্টে যায়
শ্যাওলা জমে যায় দেয়ালে
কতো তারা ঝরে যায়
কতো নদী মরে যায়
প্রকৃতির খেয়ালে
তোমার জন্য আমার যে প্রেম
তবু থাকে অবিনশ্বর
তোমাকে কতটুকু মায়া করি
আকাশ জানে বাতাস জানে
আর জানে ঈশ্বর//

বুধবার, ২ মার্চ, ২০১৬

হন্তারক


তোর কাছে আসার জন্যই আমি দূরে সরে যাই
তাই বিদায় চুম্বনকে ভাবিস না তুই শেষ স্মারক
তোর দেয়া ফুলগুলো যদি ভুল করে ফেলে যাই
ভাবিস না আমাকে তুই তোর প্রেমের হন্তারক

যতো দূরেই যাই আমি থাকবো তোরই পাশে
আমাকে খুঁজে পাবি মধ্যরাতের দমকা হাওয়ায়
মনখারাপের সন্ধ্যায় শ্রাবণ বৃষ্টির আসা যাওয়ায়
কিংবা ভর দুপুরে কাজের ফাঁকে হঠাৎ দীর্ঘশ্বাসে//

শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬

ভালোবাসা বিবর্ণ হওয়ার পরে

আমার জীবন থেকে তোকে মুছে ফেলেছি
ললাট থেকে মুছে দিয়েছি তোর নিঃশ্বাসের চিহ্ন

চিবুক থেকে মুছে দিয়েছি সব বেপরোয়া চুম্বন
নগ্ন বুক থেকে মুছে দিয়েছি কামুক হাতের উষ্ণ ছোঁয়া
শরীর থেকে ধুয়ে ফেলেছি সোঁদা সোঁদা ঘামের গন্ধ
আমার ঠোঁটে এখন আর তোর নোনতা ঠোঁটের স্বাদ লেগে নেই
তুই যে চুলে বিলি কাটতি সেই নষ্ট চুল গুলোও ছেঁটে ফেলেছি
বাসনার রাতে যে স্পর্শ পেলে তুই কেঁপে কেঁপে উঠতি
সেই আগ্রাসী বুনো স্পর্শের পারঙ্গমতাও এখন ভুলে গেছি
সমগ্র অস্তিত্ব থেকে সত্যি তোকে মুছে ফেলেছি
কিন্তু হৃদয়ের গভীরে তুই যে ক‌ষ্টের দাগ রেখে গেলি
বলতো সেটা মুছি কি করে?
                                              

শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৬

আমি তোমার কে?

বলো আমাকে ছাড়া কি তোমার অভিমান কমে
আমাকে ছাড়া কি তোমার বিকেলের গল্প জমে

আমাকে ছাড়া ইচ্ছে নদীতে উঠে কি নতুন ঢেউ
আমাকে ছাড়া বলোনা তোমার হাতটি ধরে কেউ

আমাকে ছাড়া তোমাকে ভালো বুঝতে পারে কে
জানি সংশয় ভেঙ্গে শেষ পর্যন্ত খুঁজবেই আমাকে//

শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬

প্রেম


জানিনা কবে
নীরবে নীরবে
হয়েছিল প্রেম
আড়ালে আভাসে
হৃদয়ের ক্যানভাসে
স্বপ্ন এঁকেছিলে
রঙ পেনসিলে
যদি
জানতেম!//

সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬

অহঙ্কার


তোর সঙ্গে আমার ব্যবধান অনেক সেতো আমি বুঝি
তবু তোর কৃষ্ণ যুগল চোখে আমি তারার আলো খুঁজি
যতোই দক্ষ হাতে নির্মাণ করি তুই যাসরে ভেঙ্গে চূরে
নিঃশ্বাসের ব্যবধানে থেকেও থাকিস আলোকবর্ষ দূরে
বিষয়টি যতোটা আশাবাদের তারচে বেশী যে আশঙ্কার
তোর চোখে লেখা প্রেমের ভাষা নাকের ডগায় অহঙ্কার//

শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬

চ‌লে যা‌বো নীর‌বে

তু‌মি আমা‌কে ভা‌লোবা‌সো কিংবা বা‌সো না
তা‌তে কিছু যায় আ‌সে না
কিন্তু কখ‌নো অব‌হেলা ক‌রো না
অব‌হেলা কর‌লে ত‌বে
দূ‌রে নয় শুধু
তোমার জীবন থে‌কেই চ‌লে যা‌বো নীর‌বে//

শনিবার, ২ জানুয়ারী, ২০১৬

টিস্যু পেপার

আজকাল আর কোন কিছু মনে রাখি না
দিন শেষে সব ভুলে যাই
ভুলে যাই সব রাগ অভিমান অবহেলা

আজকাল কাউকে আমি হৃদয়ে রাখি না
হৃদয়ের প্রকোষ্ঠ গুলো খালি
চাই না যে হৃদয় নিয়ে কেউ করুক খেলা

আজকাল পকেটে আমি রুমাল রাখি না
রাখি টিস্যু পেপার
প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলি//