পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

রবিবার, ২০ মার্চ, ২০১৬

আর আমাকে পাবে না তুমি

আর আমাকে পাবে না তুমি
পাবে না খুঁজে কোন শ্রাবণ সন্ধ্যায়
কিংবা বৃষ্টি রাতে একলা বারান্দায়
আমাকে পাবে না তুমি শীত সকালে
অথবা বিষণ্ন দুপুরে মন খারাপের কালে
আমাকে বিনেই চুমুক দিবে চায়ের কাপে
আমার কথা মনে করবে গভীর মনস্তাপে

আমাকে পাবে না আর লোক চক্ষুর আড়ালে
অভিসারে চুপিসারে উষ্ণ হাতটি বাড়ালে
কখনোই পাবে না খুঁজে দৃষ্টির সীমানায়
বুঝবে আমাকে ছাড়া তোমাকে কি মানায়
হারিয়ে যাবো তোমার মনের অজান্তে
স্বপ্ন হয়েও ফিরবো না আর দু‘চোখের প্রান্তে

আমাকে পাবে না আর কখনো পথ হারালে
সমস্যা সঙ্কটে কোমল হাতের নাগালে
চলে যাবো নীরবে সরে যাবো দূরে
কোনও এক অচিনপুরে
কেঁদেও পাবে না আর
করবে শুধু হাহাকার//

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন