পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

শনিবার, ৩১ মার্চ, ২০১২

আমি তোমার জন্য ভালোবাসা জমাচ্ছি



আমি তোমার জন্য
ভালোবাসা জমাচ্ছি...
ভালোবাসা জমাচ্ছি
বুকের গভীরে
চোখের পাতায়
ঠোঁটের প্রান্তে
আহা তুমি যদি জানতে//

একটি তারা যেন হারিয়ে গেলো নিরুদ্দেশে


তুমি এলে
বেদনার বিষণ্ন মেঘে ভেসে ভেসে
আমার ঘরে
এক মুঠো রোদ এলো অবশেষে
তুমি চলে গেলে
এক রাত্রির অভিসার শেষে
একটি তারা
যেন হারিয়ে গেলো নিরুদ্দেশে//

কখনো তুমি বর্ষার মেঘ

কখনো তুমি বর্ষার মেঘ
ভিজাও আমায় বৃষ্টি-জলে
কখনো তুমি একলা রাতের চাঁদ
জড়াও আমায় নীল আঁচলে
কখনো তুমি জলের নদী
মনের সুখে সাতার কাটি
কখনো যেন ভোরের শিউলি
তোমায় নিয়ে স্বপ্ন গাথি
।।

বৃষ্টি জলে ভেজা তুমি

বৃষ্টিতে ভিজছো তুমি
তোমার চোখে বৃষ্টির রঙ
আচরণে অচেনা ঢঙ
ঠোঁটের প্রান্তে বৃষ্টির আদর
ভেজা চুলে মেঘের চাদর
বৃষ্টি জলে ভেজা তুমি
যেন সদ্যস্নাত মরুভূমি//

হতাম যদি


হতাম যদি নদী
তোমার বাড়ীর পাশ দিয়ে
বইতাম নিরবধি
হতাম যদি আকাশ
তোমার চোখের তারায় হতো
আমার বসবাস
হতাম যদি ফুল
তোমার চুলে মুখ লুকাতে
করতাম নাতো ভুল
হতাম যদি চাঁদ
তোমার জন্য পেতে রাখতাম
জোছনার ফাঁদ
হতাম যদি পাখি
উড়ে যেতাম তোমার কাছে
ডানা থাকতো যদি
হতাম যদি পথ
তোমার পথে ছড়িয়ে থাকতাম
দিগন্ত অবধি//


কথা রাখলাম

যেখানেই যাই
যাই যত দূরে
আসবো তোমার কাছে
শত পথ ঘুরে

এই তোমার হাত ছুঁয়ে
কথা রাখলাম//

কার অনুরাগে

জানিনা কার অনুরাগে
বুকের ভেতর স্বপ্ন জাগে
রঙ লাগে চোখের ভিতর
কার লাগি হৃদয় পুড়ে
চিতা জ্বলে বুকের ভিতর
কার বিরহে মন কাতর
অশ্রু জমে চোখের কোনে
বুকে জমে কষ্ট পাথর//