পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

শনিবার, ৩১ মার্চ, ২০১২

একটি তারা যেন হারিয়ে গেলো নিরুদ্দেশে


তুমি এলে
বেদনার বিষণ্ন মেঘে ভেসে ভেসে
আমার ঘরে
এক মুঠো রোদ এলো অবশেষে
তুমি চলে গেলে
এক রাত্রির অভিসার শেষে
একটি তারা
যেন হারিয়ে গেলো নিরুদ্দেশে//

1 টি মন্তব্য:

  1. দোস্ত তোমার ব্লগ/সাইট দেখে গেলাম। ভাল লাগল। রঙ আর একটু কমালে ভাল হবে। চোখে লাগে... যেহেতু কবিতা বেশী লিখে থাক, সেহেতু সাদামাটার উপর কাব্যিক হলে ভাল হবে।

    আর একটা কথা এখন কিন্তু ওয়ার্ডপ্রেস এর যুগ। ব্লগপোষ্ট আর চলছে না। ওয়ার্ডপ্রেস এ মাইগ্রেট করে ফেল। ওয়ার্ডপ্রেস এর সুবিধা বেশী, অফশন অনেক সহজ। কিছু কোডিং ব্যবহার করে ফেলতে পার সহজেই।

    আর ব্লগারস বন্ধুদের খুব সহজেই নিয়ে আসতে পারবে। মেনু বারে একটা ফলো বার আছে, তা সিলেক্ট করলেই তুমি তার ফলোয়ার হলে সেও তোমার বন্ধু হতে বাধ্য হবে। আমার জানা মতে বেশির ভাগ ব্লগারস বন্ধুদের ওয়ার্ডপ্রেস সাইট আছেই।

    আর কিছু জানা বা হেল্পের প্রয়োজন হলে জানাবে, খুশিমনে এগিয়ে আসব।

    উত্তরমুছুন