পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

শনিবার, ৩১ মার্চ, ২০১২

কেমন আছ বিষণ্নময়ী


কেমন আছ বিষণ্নময়ী
এখনো কি তোমার চোখে বিষাদঘন মেঘ
বুকের ভেতর পাথর চাপা অশান্ত-উদ্বেগ
এখনো কি হৃদয় জুড়ে নীল কষ্টের ঢেউ
ভালোবাসি এই কথাটি বলেনি আজো কেউ
এখনো কি মনটা তোমার দুঃখবতী নদী
শ্রাবণ মেঘের আঁধার ঘনায় দিগন্ত অবধি
এখনো কি দেখনি তুমি সর্ষে রঙা ভোর
তোমার জন্য খুলেনি কেউ ভালোবাসার দোর
ভালো থেকো স্বস্তিতে থেকো ওগো বিষণ্ণময়ী
এই বসন্তে হয়তো তুমি হবেই হবে জয়ী/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন