পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

বুধবার, ২৮ মার্চ, ২০১২

আমি ইতিহাসের পথ ধরে হাঁটি

আমি ইতিহাসের পথ ধরে হাঁটি
দেখি এক দল নষ্ট-ভ্রষ্ট কারিগর
ইতিহাস নিয়ে ব্যস্ত
তাদের সুনিপুণ কারসাজিতে
ইতিহাসের পাল্টে যাওয়া
দেখি ইতিহাসের নোনা ধরা শরীরে
তুলির আঁচড়ে নতুন
রঙ লাগাচ্ছে এক দল সুবিধাবাদী মানুষ
ইতিহাসকে গুলিয়ে গুটিয়ে ওর-স্যালাইন বানিয়ে
নতুন প্রজন্মকে গলাধঃকরণ করাচ্ছে
অন্য একটি দল।
আমি ইতিহাসের পথ ধরে হাঁটি
এখানে প্রতি পাঁচ বছর পর পর
ইতিহাসের শ্যাওলা পড়া গায়ে চুনকাম করা হয়
পাল্টে দেয়া হয় ইতিহাসের স্বাভাবিক প্রবাহকে
আমি বিভ্রান্ত হই কোথায় সঠিক ইতিহাস

আমি ইতিহাসের পথ ধরে হাঁটি
এখানে প্রতিনিয়ত ইতিহাসকে ধর্ষণ করা হয়//



















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন