পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

অসমাপ্ত প্রেম


আমার জীবনে তোমার ভূমিকা খুবই অল্প
তুমি উপন্যাস হতে পারতে কিন্তু হলে ছোট গল্প
কবিতাও হতে পারতে কিন্তু হলে বিষাদগাথা
কষ্টের সূতায় বুনলে বুকে সুনিপুন নকশী কাঁথা
সামলে রাখতাম হৃদয় যদি আগে জানতেম
আমার দরজায় রেখে যাবে তুমি অসমাপ্ত প্রেম//

ইচ্ছে করে শিশিরের জল হই


ইচ্ছে করে কবিতা হয়ে যাই
অথবা হয়ে যাই উপন্যাস
শুধু
তোমার জন্য নিজেকে করি
আবার নতুন করে বিন্যাস
 
ইচ্ছে করে সঙ্গীত হয়ে
তোমাকে ইঙ্গিতে বলি
কিছু কথা
অথবা নিশ্চুপ রাত্রি হয়ে
বাড়িয়ে দেই তোমার নীরবতা

ইচ্ছে করে হয়ে যাই ছোট গল্প
অথবা হই শরতের বৃষ্টি
তোমার চোখে একটি জলাশয়
আনমনে করে দেই সৃষ্টি


ইচ্ছে করে ঘুম হয়ে তোমার
কাজল চোখের পাপড়ি  ছুঁয়ে দেই
কিংবা শিশিরের জল হয়ে
সকল গোপন দুঃখ ধুয়ে দেই
//

 

শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

মায়া দৃষ্টি


মেঘ পরীরা ডাকে আমায়
বৃষ্টি দিবে বলে
তোমার কাছে পড়ে আছি
দৃষ্টি দিবে বলে
তোমার একটু মায়া দৃষ্টি
বুকের ভিতর করবে সৃষ্টি
একটি জলাশয়
আমার দিকে তাকাও যদি
কৃপা তোমার হয়//

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫

সৌরভ

তুমি একেকদিন একেক ধরণের সৌরভ নিয়ে আসো
একদিন হয়তো পাই জুঁই ফুলের ঘ্রাণ
অন্য দিন হয়তো নেবু পাতার সৌরভ
কিন্তু তোমার শরীরে জুঁই কিংবা নেবু পাতার ঘ্রাণ নয়
সেই চিরচেনা ঘামের গন্ধ পেতে চাই
যে গন্ধ আমাকে বারবার আসক্ত করে
চোখে বুনো নেশা ধরায়, গোপন বাসনা জাগায় হৃদয়ে//

বাসনা


আমি তোমাকে ছুঁয়ে দেখতে চাই
লজ্জার আস্তরণ ভেঙ্গে উন্মোচন করতে চাই সব রহস্য
ছুঁতে চাই তোমার দ্বিধা টুকু এবং নিঃশ্বাসের বাতাস
হৃদয়ে প্রণয়ের দাগ রেখে চলে গেল উদাসী শরৎ
আকাশ খুলে দিল তার নীল শাড়ির আঁচল
তবু সংশয়ের অবগুণ্ঠন খুলে তুমি নিজেকে মেলে দিলে না
তোমাকে একটু একটু করে আমি আবিস্কার করতে চাই
প্রণয়ের কবিতা লিখতে চাই তোমার উর্বসী শরীরে
আনমনা চিবুকে এঁকে দিতে চাই শিশির চুম্বন
বাসনার রাতে আমি তোমার প্রশ্রয় চাই
রক্ত ঠোঁটে ফুটাতে চাই ভালোবাসার কদম
তোমার মৌণ অভিমান ছুঁয়ে আবার আমি প্রেমিক হতে চাই //



মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫

প্রশ্ন


যদি কাছেই না আসো

কিভাবে বুঝবো আমায় খুব ভালোবাসো

যদি মুখে কথাই না ফোটে
কিভাবে জানবো তুমি প্রেম জমাও ঠোঁটে
যদি ধরাই না দাও বুকে
কিভাবে স্বপ্ন আঁকবো টোল পড়া চিবুকে
যদি দূরে দূরেই থাকো
বল কিভাবে নির্মিত হবে উষ্ণতার সাঁকো?//

তুমি আমার...


তুমি আমার বুকের মাঝে চৈত্র দিনের গান
বৃষ্টি দিনে চোখের কোনে জলের অভিমান

তুমি আমার রোদ দুপুরে ঝরাপাতার চিঠি
নিঃসঙ্গ রাত একলা আকাশ তারা মিটিমিটি

তুমি আমার শরৎ সন্ধ্যার আনমনা বাতাস
কষ্ট-বিষাদ কালে যেন মৌন-মেঘলা আকাশ

ভালোবাসার নদীর ওপর তুমি আমার সাঁকো

নিঃশ্বাসের বাতাস হয়ে বুকের ভিতর থাকো//