পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

শুক্রবার, ২ অক্টোবর, ২০১৫

বিভ্রম

আমার গল্প বলা শেষ
তোর মায়া চোখে দেখি জলের বিভ্রম
পড়ি পড়ি করছে এক ফোটা নোনা কষ্ট
আমি করতল পেতে দিলাম। তোর কষ্ট টুকু আমার হোক
কতোটুকু কষ্ট জমে এক ফোঁটা চোখের জল হয়, আমি জানতে চাই
জানতে চাই আমার দুঃখে কেন তোর চোখ কাঁদে 

আমার মন খারাপের গল্প শুনে কেন তোর মন পোড়ে
জানতে চাই, ঝরাপাতা উড়ে যায় কোন অভিমানে
দূর আকাশে শাদা মেঘ উড়ে যায়, যায় কোন খানে 
তুই আমার কাছে ছুঁটে আসিস বল কিসের টানে?