পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬

বিষাদ জমে ছাইদানিতে

ঘাসের ডগায় রোদের ঝিলিক
কুলায় বসে ডাকছে শালিক
সাত সকালের আনমনা মেঘ
বাড়িয়ে দিলো মনের আবেগ

ছেড়ে দিলেম নাটাই সুঁতো
উড়রে মন তুই ইচ্ছেমতো
বৈরী হাওয়ার কারুকাজে
হারিয়ে যা তুই মেঘের ভাঁজে

চোখের ভিতর রোদের ঝলক
পড়েনা আর ইচ্ছের পলক
মেঘ রোদ্দুরের হাতছানিতে
বিষাদ জমে ছাইদানিতে

পুরোন প্রেমের পুরোন ক্ষত
দুঃখ গুলো ভীষণ অসংযত
বাউন্ডুলে মন বিরহ কাতর
বুকের ভিতর কষ্ট পাথর

তবুও যে আশায় বাঁধে ঘর
বুকের ভিতর অচিন কারিগর
স্বপ্ন দেখি গহীন নিদের রাতে
প্রিয়া এসে হাত রেখেছে হাতে//



রবিবার, ২০ মার্চ, ২০১৬

আর আমাকে পাবে না তুমি

আর আমাকে পাবে না তুমি
পাবে না খুঁজে কোন শ্রাবণ সন্ধ্যায়
কিংবা বৃষ্টি রাতে একলা বারান্দায়
আমাকে পাবে না তুমি শীত সকালে
অথবা বিষণ্ন দুপুরে মন খারাপের কালে
আমাকে বিনেই চুমুক দিবে চায়ের কাপে
আমার কথা মনে করবে গভীর মনস্তাপে

আমাকে পাবে না আর লোক চক্ষুর আড়ালে
অভিসারে চুপিসারে উষ্ণ হাতটি বাড়ালে
কখনোই পাবে না খুঁজে দৃষ্টির সীমানায়
বুঝবে আমাকে ছাড়া তোমাকে কি মানায়
হারিয়ে যাবো তোমার মনের অজান্তে
স্বপ্ন হয়েও ফিরবো না আর দু‘চোখের প্রান্তে

আমাকে পাবে না আর কখনো পথ হারালে
সমস্যা সঙ্কটে কোমল হাতের নাগালে
চলে যাবো নীরবে সরে যাবো দূরে
কোনও এক অচিনপুরে
কেঁদেও পাবে না আর
করবে শুধু হাহাকার//

বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬

মায়া


সময় বদলে যায়
মৌসুম পাল্টে যায়
শ্যাওলা জমে যায় দেয়ালে
কতো তারা ঝরে যায়
কতো নদী মরে যায়
প্রকৃতির খেয়ালে
তোমার জন্য আমার যে প্রেম
তবু থাকে অবিনশ্বর
তোমাকে কতটুকু মায়া করি
আকাশ জানে বাতাস জানে
আর জানে ঈশ্বর//

বুধবার, ২ মার্চ, ২০১৬

হন্তারক


তোর কাছে আসার জন্যই আমি দূরে সরে যাই
তাই বিদায় চুম্বনকে ভাবিস না তুই শেষ স্মারক
তোর দেয়া ফুলগুলো যদি ভুল করে ফেলে যাই
ভাবিস না আমাকে তুই তোর প্রেমের হন্তারক

যতো দূরেই যাই আমি থাকবো তোরই পাশে
আমাকে খুঁজে পাবি মধ্যরাতের দমকা হাওয়ায়
মনখারাপের সন্ধ্যায় শ্রাবণ বৃষ্টির আসা যাওয়ায়
কিংবা ভর দুপুরে কাজের ফাঁকে হঠাৎ দীর্ঘশ্বাসে//