পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১২

জগত-সংসার উচ্ছন্নে যাক তুমি ভালো থেকো


স্মৃতি টুকু তোমাকে দিলাম
যত্ন করে রেখ
জগত
-সংসার উচ্ছন্নে যাক
তুমি ভালো থেকো
//

তোমার জন্য বুক পকেটে তুলে রেখেছি একটি মিষ্টি বিকেল

তোমার জন্য দুচোখে কিছু স্বপ্ন তুলে রেখেছি
সময়ের কাছে জমা রেখেছি কিছু অপেক্ষার প্রহর
ঠোঁটের প্রান্তে মেখে রেখেছি কিছু রক্তিম আদর
বুক পকেটে তুলে রেখেছি একটি মিষ্টি বিকেল
করতলে ধরে রেখেছি নীল জোছনার আলো
বুকের ভেতর লুকিয়ে রেখেছি কিছু ভালোবাসা
ফুলদানিতে সাজিয়ে রেখেছি প্রিয় কিছু ফুল
আর কাগজে লিখে রেখেছি কয়েকটি তাজা কবিতা
ফুল আর কবিতাগুলো বাসি হওয়ার আগেই তুমি এসো//

বুধবার, ১২ ডিসেম্বর, ২০১২

চন্দ্র রাতে চুপিসারে তুমি বুঝি এলে অভিসারে

Photo: আমার দরজায় বাতাস কড়া নাড়ে
আমি ভাবি চন্দ্র রাতে চুপিসারে
তুমি বুঝি এলে অভিসারে
দরজা খুলে হতাশ হই বার বার
তবুও আশায় আশায় রাত্রি করি পার//

Amar dorojae batas kora narye
Ami vabi tumi buji chupisare
Chandro rate ale ovisare
Doraja khule hotash hoi barbar
Tobuo ashae ashae ratri kori par//


আমার দরজায় বাতাস কড়া নাড়ে

আমি ভাবি চন্দ্র রাতে চুপিসারে
তুমি বুঝি এলে অভিসারে
দরজা খুলে হতাশ হই বার বার
তবুও আশায় আশায় রাত্রি করি পার//

আমার কিছু কষ্ট কি তুই নিবি


আমার কিছু কষ্ট কি তুই নিবি
তোর কিছু সুখ চুপিসারে
আমায় কি তুই দিবি
আমার জন্য ভেবে কি তুই
একটু উদাস হবি
চোখের ভেতর দিবি কি এঁকে
অনুরাগের ছবি //

সোমবার, ১০ ডিসেম্বর, ২০১২

সেদিন কলেজ রোডে হঠাৎ করে দেখেছি নীল শাড়ি


সেদিন কলেজ রোডে হঠাৎ করে
দেখেছি নীল শাড়ি
তু্ই ছিলি কি ঐ পথেতো
নেই তোদের বাড়ি
রোদ দুপুরে মেঘের ছায়ায়
আনমনে সে হাঁটছিল
তুই ছিলি কি তোর সঙ্গে তার
দারুণ কিছু মিল ছিল
হঠাৎ করে বৃষ্টি এলে
নীল শাড়িটি রিকশায় দেয় পাড়ি
তুই ছিলি কি তোর সঙ্গেতো
অনেক দিনের আড়ি//

তুই রাখিসনি খবর


তুই রাখিসনি খবর
কতো কষ্ট লুকানো আমার দীর্ঘশ্বাসে
কতো বেদনা ওড়ে আমার আকাশে
তুই রাখিসনি খবর
ভিতরে ভিতরে আমি কতোটা রক্তাক্ত
কতোটা ক্ষত-বিক্ষত এই হৃদয়…..//

সোমবার, ২৬ নভেম্বর, ২০১২

যে পথে ফিরবে তুমি বসে আছি সে পথে

যে পথে ফিরবে তুমি
বসে আছি সে পথে
এক গ্লাস জোছনা আর
এক মুঠো ভালোবাসা হাতে

হয়তো তুমি ফিরবে
হয়তো তুমি ফিরবে না
আমার স্বপ্নতরী হয়তো
কখনো
ই কুলে ভিড়বে না

তবুও তোমার অপেক্ষায়
দিবস
-রজনী কাটে
এক গ্লাস জোছনা আর
এক মুঠো ভালোবাসা হাতে//

ভালোবাসার হাত ধরে হাঁটো তুমি সুখের ছায়াপথে



ভালোবাসার হাত ধরে
হাঁটো তুমি সুখের ছায়াপথে
নোনা জলের নাচন আমার
চোখের সৈকতে//

তুমি আমার কাছে এলেই সময় থেমে যায়


তুমি আমার কাছে এলেই
সময় থেমে যায়
আকাশ থেকে স্বর্গলোকের
সিঁড়ি নেমে যায়
তুমি আমাকে ছুঁয়ে দিলেই
আমি নাই হয়ে যাই
মনে হয় তোমার মাঝে
নিজেকে হারাই//

রবিবার, ২৫ নভেম্বর, ২০১২

তুমি আমার না লেখা কবিতা

তুমি আমার না লেখা কবিতা
সব কথার শেষের কথা
তুমি আমার নিঃসঙ্গতার গান
একলা রাতের নীরবতা
তুমি আমার না লেখা কবিতা
কখনো না বলা কথা
বুকের পাঁজরে লুকিয়ে রাখা
গোপন কোন ব্যথা//

শেষ বিকেলে শুরু হোক প্রেমের ধারাপাত


আমার বাড়িয়ে দেয়া হাতে
রাখো তোমার হাত
শেষ বিকেলে শুরু হোক
প্রেমের ধারাপাত//

নাগালে এসো প্রিয়ে তোমার কাছে একটু জুড়াই



তুমি আমার খোলা আকাশ
তোমার নীলে স্বপ্ন উড়াই
নাগালে এসো প্রিয়ে
তোমার কাছে একটু জুড়াই//

আমার বুকে নীল বেদনা উথলে কেন ওঠে


তোমার চোখে ঝলমলে রোদ
স্বপ্ন রঙা ভোর
আমার চোখে শ্রাবণ মেঘ
অমাবস্যার ঘোর
তোমার ঠোঁটে মিষ্টি হাসি
গোলাপ হয়ে ফোটে
আমার বুকে নীল বেদনা
উথলে কেন ওঠে
আমার জন্য একটু না হয়
খোল মনের দোর
তোমার চোখে ঝলমলে রোদ
স্বপ্ন রঙা ভোর
আমার চোখে শ্রাবণ মেঘ
অমাবস্যার ঘোর//

আমার আকাশে জ্বলে এক অভিমানী তারা

আমার আকাশে জ্বলে এক
অভিমানী তারা
তার জন্য রাত জেগে
হই দিশে হারা
নিঃসঙ্গ নির্ঘুম
চন্দ্র রাতের শেষে
সেই তারাটি হারিয়ে যায়
যায় নিরুদ্দেশে
বুকের ভিতর বাড়ে
নীল কষ্টের চারা
আমার আকাশে জ্বলে এক
অভিমানী তারা//

শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১২

ও মেঘ দল আমার চোখে পাঠাও কিছু জল

ও মেঘ দল
আমার চোখে পাঠাও কিছু জল
আমি আরেকবার কাঁদি
বৃষ্টিতে ভিজার ছলে

অনাবৃষ্টিতে বহুদিন
ভিজেনিতো চোখের পাতা
বুকের ভেতর চিতা জ্বলে
চোখে কষ্ট গাথা

ও মেঘ দল
আমার চোখে পাঠাও কিছু জল
আমি কষ্ট নিভাই চোখের জলে//

মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১২

আমি সেদিন প্রেমিক হলাম



তুমি যেদিন শাড়ি পরে নারী হলে
আমি সেদিন প্রেমিক হলাম
ভালোবাসার প্রমোদতরী ভাসিয়ে দিয়ে
অতঃপর নাবিক হলাম//  

আমিও একদিন হারিয়ে যাবো নীল তারাদের সাথী হবো


আমিও একদিন হারিয়ে যাবো
নীল তারাদের সাথী হবো
রাখবে কি আমায় মনে
গোপন কষ্টে ভিজবে কি চোখ
একলা থাকার ক্ষণে//

তোমার জন্য অপেক্ষা করতে করতে একটি বিষিণ্ন বিকেল চলে গেল

তোমার জন্য অপেক্ষা করতে করতে
একটি বিষিণ্ন বিকেল চলে গেল
সোনালী রোদ মন খারাপ করে
বৃক্ষ ছায়ায় লুটিয়ে পড়লো
ফেরারী মেঘ হতাশ হয়ে
দূর দিগন্তে হারিয়ে গেল
শুধু পার্কের বেঞ্চিতে
বসে রইলাম আমি
নিঃসঙ্গ একা//

তোমায় দেখলেই একটি ছোট্ট ইচ্ছে জাগে

তোমায় দেখলেই একটি
ছোট্ট ইচ্ছে জাগে
ভালোবাসার টিপ পরিয়ে দেই
গাঢ় অনুরাগে//

শুক্রবার, ২ নভেম্বর, ২০১২

সত্যি করে বল মেয়ে প্রাপ্য ছিল কিনা



আমার প্রতি তোমার দৃষ্টিপাত
দীর্ঘ খরার পরে যেন হঠাৎ বৃষ্টিপাত
আমার প্রতি তোমার যতো ঘৃণা
সত্যি করে বল মেয়ে প্রাপ্য ছিল কিনা//

বুধবার, ৩১ অক্টোবর, ২০১২

তোমার জন্য গোলাপ তুলতে গিয়ে বিষ কাঁটাতে বিদ্ধ হলাম আমি


তোমার জন্য গোলাপ তুলতে গিয়ে
বিষ কাঁটাতে বিদ্ধ হলাম আমি
জানিনা তো আমি না গোলাপ
তোমার কাছে কোনটা বেশি দামী

তোমার জন্য স্বপ্ন কিনতে গিয়ে
আমি নিঃস্ব হয়ে গেলাম
সেই স্বপ্নের দাম দিতে গিয়ে
হৃদয় হলো নিলাম

সেই নিলাম করা হৃদয় নিয়ে
তুমি করলে কতো পাগলামী
তোমার জন্য গোলাপ তুলতে গিয়ে

বিষ কাঁটাতে বিদ্ধ হলাম আমি//
 

মনে রেখ










মনে রেখ বন্ধু আমায় ভালোবাসা তোমাকে দিলাম
মনে রেখ একদিন তোমার পাশে আমিও ছিলাম

মনে রেখ নীল আকাশ শিশির ভেজা  সবুজ ঘাস                 
মনে রেখ আমার বুকে ছিল তোমার বসবাস
 
মনে রেখ ছোট নদী শাদা কাশফুল
ভুলে যেও জীবনের ছিল যতো ভুল
ভুলে যেও তোমাকে যতো কষ্ট দিলাম

মনে রেখ বই মেলা বৈশাখী উৎসব
মনে রেখ কফিশপে আড্ডার কলরব

মনে রেখ রাজনীতি কার্ল মার্কস লেলিন
চায়ের কাপে ঝড় তুলে সময় গুলো হতো লীন

মনে রেখ জোছনা রূপালী সেই রাত
আমার হাতে ধরা ছিল তোমার দু
টি হাত

মনে রেখ কবিতা প্রিয় গানের সুর
মনে রেখ প্রথম দেখার সেই মিষ্টি দুপুর
মনে রেখ একদিন তোমার মন ছুঁয়েছিলাম
//

শুধু হৃদয়খানি নিলাম



আমার বুকের ভালোবাসা
চোখের স্বপ্ন মনের আশা
সবটুকু সুখ শ্রেষ্ঠ সময়
সবই তোমায় দিলাম
শুধু হৃদয়খানি নিলাম//

আহা একবার আমার হতে যদি


কখনো মনে হয় তুমি বুঝি চাঁদ
অন্তরে জেগে ওঠে ভালোবাসার সাধ
কখনো মনে হয় তুমি ধ্রুবতারা
তোমার কথা ভেবে ভেবে হই দিশেহারা
কখনো ভাবি আমি তুমি বুঝি নদী
আহা একবার আমার হতে যদি
//

তোমার চোখে কান্না দেখে বুকের গভীরে হয় রক্তপাত




আকাশ কাঁদলে হয় বৃষ্টিপাত
তুমি কাঁদলে হয় অশ্রুপাত
তোমার চোখে কান্না দেখে
বুকের গভীরে হয় রক্তপাত//

হারিয়ে গেছ তুমি সহস্র মানুষের ভীড়ে




হারিয়ে গেছ তুমি
সহস্র মানুষের ভীড়ে
আমি স্বপ্ন ভাঙ্গার শব্দ শুনি
বুকের গভীরে//

তুমি আমার নাগালে এসো না



তুমি আমার নাগালে এসো না
ভালোবেসে ফেলতে পারি
তোমার মনের আকাশ জুড়ে
আমার আকাশ মেলতে পারি//

তোমার কথা ভেবে অযথা মন ব্যথিত হয়



মাঝ রাতে যখন বৃষ্টি হয়
আমার বুকে সৃষ্টি হয় বেদনার জলাশয়
জানিনা এমন কেন হয়
তোমার কথা ভেবে অযথা মন ব্যথিত হয়//

আবার কি হবে দেখা সিঁড়ি ঘরের আলো আঁধারীতে


আবার কি পারবে তুমি
দ্বিধার দেয়াল পাড়ি দিতে
আবার কি হবে দেখা
সিঁড়ি ঘরের আলো আঁধারীতে

আবার কি খোলা ছাদে
চুল শুকানোর ছলে
আমার কাঁধটি ভিজিয়ে দেবে
অভিমানের জলে//

শুক্রবার, ১২ অক্টোবর, ২০১২

আমি এক চন্দ্রাহত প্রেমিক


আমি এক চন্দ্রাহত প্রেমিক
ভালোবাসা মিশাই জোছনা জলে
তুমি স্নান করবে বলে
কিন্তু তুমি খুঁজো বৃষ্টি
তাই আকাশ পানে দৃষ্টি
আমি একা দাঁড়িয়ে থাকি
মাটির সমতলে//

শুক্রবার, ৫ অক্টোবর, ২০১২

জগৎ-সংসার উচ্ছন্নে যাক তুমি ভালো থাকো

মনটা তোমার বেজায় খারাপ
ভালো লাগার এই ক্ষণে
তোমার মন খারাপটা ছড়িয়ে দাও
আমার উদাস মনে
আমার মনের রঙ নিয়ে
তোমার চোখে আঁকো
জগৎ-সংসার উচ্ছন্নে যাক
তুমি ভালো থাকো//

তোমার কাছে আমার না হয় থাকুক কিছু ঋণ


রিম ঝিমিয়ে বৃষ্টি পড়ছে
ভালোবাসার দিন
তোমার কাছে আমার না হয় 
থাকুক কিছু ঋণ

তোমার কাছে পড়লে বাঁধা
ভালোবাসার ঋণে
মনটা না হয় নিবে তুমি
অল্প দামে কিনে//

বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১২

চাঁদের কোলে মাথা রেখে শুয়েছিলাম আমি


চাঁদের কোলে মাথা রেখে
শুয়েছিলাম আমি
তারা ভরা আকাশ ছিলো
পাতা ঝরা বাতাস ছিলো
চাঁদটা ছিলে তুমি//

একদিন তোমার ভালোবাসায় মন ভিজে ছিল

একদিন তোমার ভালোবাসায়
মন ভিজে ছিল
তোমার হাসি সুর হয়ে
প্রাণে বেজে ছিল

জানতাম কি তখন
তোমার মনে এই ছিল //

মন খারাপের মেঘ জমেছে আমার আকাশ জুড়ে

মন খারাপের মেঘ জমেছে
আমার আকাশ জুড়ে
ভালোবাসার বৃষ্টি জমা
দেখতে যদি হৃদয় খুঁড়ে

দেখতে যদি বুকের ভিতর
নীল কষ্টের ঢেউ
দুঃখ নদীর তীরে একা
সঙ্গে নেইতো কেউ
//
 

আয়রে বৃষ্টি ছুঁয়ে দে আমার কষ্টগুলো ধুয়ে দে

আমি মন ভাসাবো বৃষ্টি জলে
বুক ভাসাবো নোনা জলে
আয়রে বৃষ্টি ছুঁয়ে দে
আমার কষ্টগুলো ধুয়ে দে//

ও দু:খবতী মেয়ে....

যে চোখে দেখেছি আলোর নাচন
দেখেছি মায়াবী ঢং
সে চোখে কেন জল অভিমান
নীল কষ্টের রং
কেন সে চোখের কোনায়
 শ্রাবন মেঘের ছায়া ঘনায়
 ও দু:খবতী মেয়ে....//

বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১২

তুমি কি বন্ধু করছো আমায় একটু খানি স্মরণ

তোমায় ছাড়া অর্থহীন একটি জীবন
কাটিয়ে দিলেম অকারণ
ভাবতে গেলে বুকের গভীরে হয় রক্তক্ষরণ
ইচ্ছে করে ঝরা পাতা হয়ে যাই
তারপর তোমার কাছে উড়ে যাই
তুমি কি বন্ধু করছো আমায় একটু খানি স্মরণ
//

 


সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১২

আমি হবো না কারো আকাশের চাঁদ হবো নাতো তারা

       আমি হবো না কারো আকাশের চাঁদ
       হবো নাতো তারা
       কারো জন্য কেঁদে কেঁদে
       হবো না দিশেহারা

       আমি হবো নাতো নীল আকাশ
       হবো নাতো মেঘ
       হবো না কারো চোখের অশ্রু
       হবো না আবেগ

                                                    হবোনা কারো প্রিয় ফুল
                                                    হবো নাতো নদী
                                                    শুধু হাত বাড়ালেই ছুঁটে যাবো
                                                    ভালোবেসে কেউ একবার ডাকে যদি//
                              

রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১২

তার জন্য বুক পকেটে কিছু স্বপ্ন জমিয়ে রাখি



আমার জন্য এখন সে কাঁদে না
চোখের তারায় স্বপ্নও বাঁধে না
তবুও আশায় আশায় থাকি
তার জন্য বুক পকেটে কিছু
স্বপ্ন জমিয়ে রাখি//

তুমি ছাড়া আমি ছাড়া জানলো নাতো কেউ



হৃদয়ের শান্ত জলে ছুঁড়লে তুমি ঢিল
উঠলো জেগে ভালোবাসার ঢেউ
তুমি ছাড়া আমি ছাড়া
জানলো নাতো কেউ
//