পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১২

চাঁদের কোলে মাথা রেখে শুয়েছিলাম আমি


চাঁদের কোলে মাথা রেখে
শুয়েছিলাম আমি
তারা ভরা আকাশ ছিলো
পাতা ঝরা বাতাস ছিলো
চাঁদটা ছিলে তুমি//

একদিন তোমার ভালোবাসায় মন ভিজে ছিল

একদিন তোমার ভালোবাসায়
মন ভিজে ছিল
তোমার হাসি সুর হয়ে
প্রাণে বেজে ছিল

জানতাম কি তখন
তোমার মনে এই ছিল //

মন খারাপের মেঘ জমেছে আমার আকাশ জুড়ে

মন খারাপের মেঘ জমেছে
আমার আকাশ জুড়ে
ভালোবাসার বৃষ্টি জমা
দেখতে যদি হৃদয় খুঁড়ে

দেখতে যদি বুকের ভিতর
নীল কষ্টের ঢেউ
দুঃখ নদীর তীরে একা
সঙ্গে নেইতো কেউ
//
 

আয়রে বৃষ্টি ছুঁয়ে দে আমার কষ্টগুলো ধুয়ে দে

আমি মন ভাসাবো বৃষ্টি জলে
বুক ভাসাবো নোনা জলে
আয়রে বৃষ্টি ছুঁয়ে দে
আমার কষ্টগুলো ধুয়ে দে//

ও দু:খবতী মেয়ে....

যে চোখে দেখেছি আলোর নাচন
দেখেছি মায়াবী ঢং
সে চোখে কেন জল অভিমান
নীল কষ্টের রং
কেন সে চোখের কোনায়
 শ্রাবন মেঘের ছায়া ঘনায়
 ও দু:খবতী মেয়ে....//

বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১২

তুমি কি বন্ধু করছো আমায় একটু খানি স্মরণ

তোমায় ছাড়া অর্থহীন একটি জীবন
কাটিয়ে দিলেম অকারণ
ভাবতে গেলে বুকের গভীরে হয় রক্তক্ষরণ
ইচ্ছে করে ঝরা পাতা হয়ে যাই
তারপর তোমার কাছে উড়ে যাই
তুমি কি বন্ধু করছো আমায় একটু খানি স্মরণ
//

 


সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১২

আমি হবো না কারো আকাশের চাঁদ হবো নাতো তারা

       আমি হবো না কারো আকাশের চাঁদ
       হবো নাতো তারা
       কারো জন্য কেঁদে কেঁদে
       হবো না দিশেহারা

       আমি হবো নাতো নীল আকাশ
       হবো নাতো মেঘ
       হবো না কারো চোখের অশ্রু
       হবো না আবেগ

                                                    হবোনা কারো প্রিয় ফুল
                                                    হবো নাতো নদী
                                                    শুধু হাত বাড়ালেই ছুঁটে যাবো
                                                    ভালোবেসে কেউ একবার ডাকে যদি//
                              

রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১২

তার জন্য বুক পকেটে কিছু স্বপ্ন জমিয়ে রাখি



আমার জন্য এখন সে কাঁদে না
চোখের তারায় স্বপ্নও বাঁধে না
তবুও আশায় আশায় থাকি
তার জন্য বুক পকেটে কিছু
স্বপ্ন জমিয়ে রাখি//

তুমি ছাড়া আমি ছাড়া জানলো নাতো কেউ



হৃদয়ের শান্ত জলে ছুঁড়লে তুমি ঢিল
উঠলো জেগে ভালোবাসার ঢেউ
তুমি ছাড়া আমি ছাড়া
জানলো নাতো কেউ
//
 

শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১২

কষ্টের পাশে দাঁড়িয়ে আছি আজ বেদনায় নীল হয়ে

ইচ্ছে ছিল তোমার আকাশে উড়বো
সুখের সোনালী চিল হয়ে
সেই সুযোগ দাওনি তুমি
তাই কষ্টের পাশে দাঁড়িয়ে আছি আজ
বেদনায় নীল হয়ে//

শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১২

প্রিয়তমা আমার ভালোবাসা তোমার কাছে দিলেম জমা

 
প্রিয়তমা
আমার ভালোবাসা
তোমার কাছে দিলেম জমা
হারিয়ে ফেলো যদি
করবোনা কখনো ক্ষমা//

একলা কাটে আনমনা রাত চোখের কোনে জলের প্রপাত

নির্জনতা আমায় এখন
কুঁড়ে কুঁড়ে খায়
একলা কাটে আনমনা রাত
চোখের কোনে জলের প্রপাত
বালিশ ভিজে যায়

বুকের ভিতর চিতা জ্বলে
পুড়ছে হৃদয় পলে পলে
করি কি যে হায়নির্জনতা আমায় এখন
কুঁড়ে কুঁড়ে খায়//

ইচ্ছে করে রোদ হয়ে যাই

 
ইচ্ছে করে রোদ হয়ে যাই
তোমার ভেজা চুল শুকাতে
কিংবা ঝরি বৃষ্টি হয়ে
তোমার চোখের জল লুকাতে
//




 

 

শরতের মেঘের কাছ থেকে কিছু জল কণা এনে আমায় দে


ও উদাসী বাতাস
শরতের মেঘের কাছ থেকে
কিছু জল কণা এনে আমায় দে
আমার মনটা ভিজে যাক
বুকের যতো কষ্ট ধুয়ে নষ্ট হৃদয়
একটু স্বস্তি পাক//

তোমার কাছে চেয়েছিলাম কিছু তৃষ্ণার জল

শরতের মেঘের কাছে
কিছু বৃষ্টি চেয়েছিলাম
মেঘ চলে গেল উড়ে
তোমার কাছে চেয়েছিলাম
কিছু তৃষ্ণার জল
তুমি চলে গেলে দূরে//


 

চোখের ভিতর মেঘ জমেছে বৃষ্টি কেন হয় না

চোখের ভিতর মেঘ জমেছে
বৃষ্টি কেন হয় না
বুকের ভিতর ঝড় উঠেছে
বাতাস কেন বয় না

ইচ্ছে করে বৃষ্টি ছুঁতে
বৃষ্টি জলে হৃদয় ধুতে
দুঃখ গুলো উড়িয়ে দিতে
ছোট্ট একটি ফুঁতে//

তার কথা মনে করে আনমনা রাত কাটে

                                                              
বৈশাখী বৃষ্টি তুমি
দাও আমাকে জল
তোমার জলে ভরে যাক
আমার করতল
করতলের বৃষ্টি নিয়ে
চোখে দেবো মেখে
দুঃখটুকু ধুয়ে যাক
                                         স্মৃতিটুকু রেখে
                                         স্মৃতি সঙ্গে করে আমি
                                         শুয়ে থাকি খাটে
                                         তার কথা মনে করে
                                         আনমনা রাত কাটে//
                                                        





 

বৃষ্টি দিয়ে শুধবো না হয় তোমার চোখের জলের ঋণ



শাওন ধারার বাদল দিন
তবু আমি স্বপ্ন হীন
বৃষ্টি দিয়ে শুধবো না হয়
তোমার চোখের জলের ঋণ//
 

বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১২

আমি তোমার মুখে সকাল দেখি


আমি তোমার মুখে সকাল দেখি
চুলে দেখি রাত
ঠোঁটে দেখি ভালোবাসা
চোখে বৃষ্টি পাত
আমি তোমার হাতে হাত রাখি
তোমার ভালোবাসা হৃদয়ে মাখি
তোমাতেই হই লীন
তুমি আমার রাত্রি সখি
তুমি আমার দিন
//

সুখের সঙ্গে আমার কিসের বিরোধ


আমার আকাশে কষ্ট নামের মেঘ
তোমার আকাশে সুখ নামের রোদ
আমার চোখে কান্না নামের বৃষ্টি
তোমার চোখে প্রসন্নতার দৃষ্টি
জানিনা সুখের সঙ্গে আমার কিসের বিরোধ//

কষ্টের পাশে দাঁড়িয়ে আছি বেদনায় নীল হয়ে

ইচ্ছে ছিল তোমার আকাশে উড়বো
সুখের সোনালী চিল হয়ে
সেই সুযোগ দাওনি তুমি
তাই কষ্টের পাশে দাঁড়িয়ে আছি আজ
বেদনায় নীল হয়ে//

বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১২

আমার রাত হলো না সকাল

কিছু ভুল ছুঁয়েছিলাম বলে
আমার রাত হলো না সকাল
ভুল রাস্তায় হেঁটেছিলাম বলে
পেলাম না তোমার নাগাল
তবুও মিথ্যে আশার স্বপ্ন বুনে
দীর্ঘ থেকে দীর্ঘ হলো
আমার বিরহ কাল//