পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

সোমবার, ২৬ নভেম্বর, ২০১২

যে পথে ফিরবে তুমি বসে আছি সে পথে

যে পথে ফিরবে তুমি
বসে আছি সে পথে
এক গ্লাস জোছনা আর
এক মুঠো ভালোবাসা হাতে

হয়তো তুমি ফিরবে
হয়তো তুমি ফিরবে না
আমার স্বপ্নতরী হয়তো
কখনো
ই কুলে ভিড়বে না

তবুও তোমার অপেক্ষায়
দিবস
-রজনী কাটে
এক গ্লাস জোছনা আর
এক মুঠো ভালোবাসা হাতে//

ভালোবাসার হাত ধরে হাঁটো তুমি সুখের ছায়াপথে



ভালোবাসার হাত ধরে
হাঁটো তুমি সুখের ছায়াপথে
নোনা জলের নাচন আমার
চোখের সৈকতে//

তুমি আমার কাছে এলেই সময় থেমে যায়


তুমি আমার কাছে এলেই
সময় থেমে যায়
আকাশ থেকে স্বর্গলোকের
সিঁড়ি নেমে যায়
তুমি আমাকে ছুঁয়ে দিলেই
আমি নাই হয়ে যাই
মনে হয় তোমার মাঝে
নিজেকে হারাই//

রবিবার, ২৫ নভেম্বর, ২০১২

তুমি আমার না লেখা কবিতা

তুমি আমার না লেখা কবিতা
সব কথার শেষের কথা
তুমি আমার নিঃসঙ্গতার গান
একলা রাতের নীরবতা
তুমি আমার না লেখা কবিতা
কখনো না বলা কথা
বুকের পাঁজরে লুকিয়ে রাখা
গোপন কোন ব্যথা//

শেষ বিকেলে শুরু হোক প্রেমের ধারাপাত


আমার বাড়িয়ে দেয়া হাতে
রাখো তোমার হাত
শেষ বিকেলে শুরু হোক
প্রেমের ধারাপাত//

নাগালে এসো প্রিয়ে তোমার কাছে একটু জুড়াই



তুমি আমার খোলা আকাশ
তোমার নীলে স্বপ্ন উড়াই
নাগালে এসো প্রিয়ে
তোমার কাছে একটু জুড়াই//

আমার বুকে নীল বেদনা উথলে কেন ওঠে


তোমার চোখে ঝলমলে রোদ
স্বপ্ন রঙা ভোর
আমার চোখে শ্রাবণ মেঘ
অমাবস্যার ঘোর
তোমার ঠোঁটে মিষ্টি হাসি
গোলাপ হয়ে ফোটে
আমার বুকে নীল বেদনা
উথলে কেন ওঠে
আমার জন্য একটু না হয়
খোল মনের দোর
তোমার চোখে ঝলমলে রোদ
স্বপ্ন রঙা ভোর
আমার চোখে শ্রাবণ মেঘ
অমাবস্যার ঘোর//

আমার আকাশে জ্বলে এক অভিমানী তারা

আমার আকাশে জ্বলে এক
অভিমানী তারা
তার জন্য রাত জেগে
হই দিশে হারা
নিঃসঙ্গ নির্ঘুম
চন্দ্র রাতের শেষে
সেই তারাটি হারিয়ে যায়
যায় নিরুদ্দেশে
বুকের ভিতর বাড়ে
নীল কষ্টের চারা
আমার আকাশে জ্বলে এক
অভিমানী তারা//

শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১২

ও মেঘ দল আমার চোখে পাঠাও কিছু জল

ও মেঘ দল
আমার চোখে পাঠাও কিছু জল
আমি আরেকবার কাঁদি
বৃষ্টিতে ভিজার ছলে

অনাবৃষ্টিতে বহুদিন
ভিজেনিতো চোখের পাতা
বুকের ভেতর চিতা জ্বলে
চোখে কষ্ট গাথা

ও মেঘ দল
আমার চোখে পাঠাও কিছু জল
আমি কষ্ট নিভাই চোখের জলে//

মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১২

আমি সেদিন প্রেমিক হলাম



তুমি যেদিন শাড়ি পরে নারী হলে
আমি সেদিন প্রেমিক হলাম
ভালোবাসার প্রমোদতরী ভাসিয়ে দিয়ে
অতঃপর নাবিক হলাম//  

আমিও একদিন হারিয়ে যাবো নীল তারাদের সাথী হবো


আমিও একদিন হারিয়ে যাবো
নীল তারাদের সাথী হবো
রাখবে কি আমায় মনে
গোপন কষ্টে ভিজবে কি চোখ
একলা থাকার ক্ষণে//

তোমার জন্য অপেক্ষা করতে করতে একটি বিষিণ্ন বিকেল চলে গেল

তোমার জন্য অপেক্ষা করতে করতে
একটি বিষিণ্ন বিকেল চলে গেল
সোনালী রোদ মন খারাপ করে
বৃক্ষ ছায়ায় লুটিয়ে পড়লো
ফেরারী মেঘ হতাশ হয়ে
দূর দিগন্তে হারিয়ে গেল
শুধু পার্কের বেঞ্চিতে
বসে রইলাম আমি
নিঃসঙ্গ একা//

তোমায় দেখলেই একটি ছোট্ট ইচ্ছে জাগে

তোমায় দেখলেই একটি
ছোট্ট ইচ্ছে জাগে
ভালোবাসার টিপ পরিয়ে দেই
গাঢ় অনুরাগে//

শুক্রবার, ২ নভেম্বর, ২০১২

সত্যি করে বল মেয়ে প্রাপ্য ছিল কিনা



আমার প্রতি তোমার দৃষ্টিপাত
দীর্ঘ খরার পরে যেন হঠাৎ বৃষ্টিপাত
আমার প্রতি তোমার যতো ঘৃণা
সত্যি করে বল মেয়ে প্রাপ্য ছিল কিনা//