পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

বুধবার, ৩১ অক্টোবর, ২০১২

তোমার জন্য গোলাপ তুলতে গিয়ে বিষ কাঁটাতে বিদ্ধ হলাম আমি


তোমার জন্য গোলাপ তুলতে গিয়ে
বিষ কাঁটাতে বিদ্ধ হলাম আমি
জানিনা তো আমি না গোলাপ
তোমার কাছে কোনটা বেশি দামী

তোমার জন্য স্বপ্ন কিনতে গিয়ে
আমি নিঃস্ব হয়ে গেলাম
সেই স্বপ্নের দাম দিতে গিয়ে
হৃদয় হলো নিলাম

সেই নিলাম করা হৃদয় নিয়ে
তুমি করলে কতো পাগলামী
তোমার জন্য গোলাপ তুলতে গিয়ে

বিষ কাঁটাতে বিদ্ধ হলাম আমি//
 

মনে রেখ










মনে রেখ বন্ধু আমায় ভালোবাসা তোমাকে দিলাম
মনে রেখ একদিন তোমার পাশে আমিও ছিলাম

মনে রেখ নীল আকাশ শিশির ভেজা  সবুজ ঘাস                 
মনে রেখ আমার বুকে ছিল তোমার বসবাস
 
মনে রেখ ছোট নদী শাদা কাশফুল
ভুলে যেও জীবনের ছিল যতো ভুল
ভুলে যেও তোমাকে যতো কষ্ট দিলাম

মনে রেখ বই মেলা বৈশাখী উৎসব
মনে রেখ কফিশপে আড্ডার কলরব

মনে রেখ রাজনীতি কার্ল মার্কস লেলিন
চায়ের কাপে ঝড় তুলে সময় গুলো হতো লীন

মনে রেখ জোছনা রূপালী সেই রাত
আমার হাতে ধরা ছিল তোমার দু
টি হাত

মনে রেখ কবিতা প্রিয় গানের সুর
মনে রেখ প্রথম দেখার সেই মিষ্টি দুপুর
মনে রেখ একদিন তোমার মন ছুঁয়েছিলাম
//

শুধু হৃদয়খানি নিলাম



আমার বুকের ভালোবাসা
চোখের স্বপ্ন মনের আশা
সবটুকু সুখ শ্রেষ্ঠ সময়
সবই তোমায় দিলাম
শুধু হৃদয়খানি নিলাম//

আহা একবার আমার হতে যদি


কখনো মনে হয় তুমি বুঝি চাঁদ
অন্তরে জেগে ওঠে ভালোবাসার সাধ
কখনো মনে হয় তুমি ধ্রুবতারা
তোমার কথা ভেবে ভেবে হই দিশেহারা
কখনো ভাবি আমি তুমি বুঝি নদী
আহা একবার আমার হতে যদি
//

তোমার চোখে কান্না দেখে বুকের গভীরে হয় রক্তপাত




আকাশ কাঁদলে হয় বৃষ্টিপাত
তুমি কাঁদলে হয় অশ্রুপাত
তোমার চোখে কান্না দেখে
বুকের গভীরে হয় রক্তপাত//

হারিয়ে গেছ তুমি সহস্র মানুষের ভীড়ে




হারিয়ে গেছ তুমি
সহস্র মানুষের ভীড়ে
আমি স্বপ্ন ভাঙ্গার শব্দ শুনি
বুকের গভীরে//

তুমি আমার নাগালে এসো না



তুমি আমার নাগালে এসো না
ভালোবেসে ফেলতে পারি
তোমার মনের আকাশ জুড়ে
আমার আকাশ মেলতে পারি//

তোমার কথা ভেবে অযথা মন ব্যথিত হয়



মাঝ রাতে যখন বৃষ্টি হয়
আমার বুকে সৃষ্টি হয় বেদনার জলাশয়
জানিনা এমন কেন হয়
তোমার কথা ভেবে অযথা মন ব্যথিত হয়//

আবার কি হবে দেখা সিঁড়ি ঘরের আলো আঁধারীতে


আবার কি পারবে তুমি
দ্বিধার দেয়াল পাড়ি দিতে
আবার কি হবে দেখা
সিঁড়ি ঘরের আলো আঁধারীতে

আবার কি খোলা ছাদে
চুল শুকানোর ছলে
আমার কাঁধটি ভিজিয়ে দেবে
অভিমানের জলে//

শুক্রবার, ১২ অক্টোবর, ২০১২

আমি এক চন্দ্রাহত প্রেমিক


আমি এক চন্দ্রাহত প্রেমিক
ভালোবাসা মিশাই জোছনা জলে
তুমি স্নান করবে বলে
কিন্তু তুমি খুঁজো বৃষ্টি
তাই আকাশ পানে দৃষ্টি
আমি একা দাঁড়িয়ে থাকি
মাটির সমতলে//

শুক্রবার, ৫ অক্টোবর, ২০১২

জগৎ-সংসার উচ্ছন্নে যাক তুমি ভালো থাকো

মনটা তোমার বেজায় খারাপ
ভালো লাগার এই ক্ষণে
তোমার মন খারাপটা ছড়িয়ে দাও
আমার উদাস মনে
আমার মনের রঙ নিয়ে
তোমার চোখে আঁকো
জগৎ-সংসার উচ্ছন্নে যাক
তুমি ভালো থাকো//

তোমার কাছে আমার না হয় থাকুক কিছু ঋণ


রিম ঝিমিয়ে বৃষ্টি পড়ছে
ভালোবাসার দিন
তোমার কাছে আমার না হয় 
থাকুক কিছু ঋণ

তোমার কাছে পড়লে বাঁধা
ভালোবাসার ঋণে
মনটা না হয় নিবে তুমি
অল্প দামে কিনে//