পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬

বিষাদ জমে ছাইদানিতে

ঘাসের ডগায় রোদের ঝিলিক
কুলায় বসে ডাকছে শালিক
সাত সকালের আনমনা মেঘ
বাড়িয়ে দিলো মনের আবেগ

ছেড়ে দিলেম নাটাই সুঁতো
উড়রে মন তুই ইচ্ছেমতো
বৈরী হাওয়ার কারুকাজে
হারিয়ে যা তুই মেঘের ভাঁজে

চোখের ভিতর রোদের ঝলক
পড়েনা আর ইচ্ছের পলক
মেঘ রোদ্দুরের হাতছানিতে
বিষাদ জমে ছাইদানিতে

পুরোন প্রেমের পুরোন ক্ষত
দুঃখ গুলো ভীষণ অসংযত
বাউন্ডুলে মন বিরহ কাতর
বুকের ভিতর কষ্ট পাথর

তবুও যে আশায় বাঁধে ঘর
বুকের ভিতর অচিন কারিগর
স্বপ্ন দেখি গহীন নিদের রাতে
প্রিয়া এসে হাত রেখেছে হাতে//



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন