পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১২

বড্ড অসংযত হলাম সেদিন দুজনে

সেদিন দ্বিপ্রহরে
ঘুম ভেঙ্গে দেখি ভালোবাসা
দাঁড়িয়ে আছে শিয়রে
চোখে চোখ পড়তেই সে
সলাজ হাসে
কতো কথা বলে দেয়
ইঙ্গিতে আভাসে
আমার বুকের ভেতর
সহস্র গোলাপ ফোটে
সেই গোলাপের সৌরভ
মেখে দেই তার রক্তিম ঠোঁটে

অতঃপর সেদিন দুজনে
নির্জন গৃহ কোনে
বড্ড অসংযত হলাম//

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন