পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

বুধবার, ১১ মে, ২০১৬

বৃষ্টির ছদ্মবেশে


আমি যাবো দুঃখ নদীর তটে
শিশির ভেজা ঘাস মাড়িয়ে পাতার সন্নিকটে
হয়তো যাবো তোমার মনের দেশে
চোখের কোনের জল হয়ে বৃষ্টির ছদ্মবেশে

কিংবা যাবো দমকা হাওয়ার কাছে
তার কাছেতে আমার কিছু কষ্ট রাখা আছে
হয়তো প্রিয়া তোমার নামে
চিঠি হয়েই চলে যাবো মিষ্টি রোদের খামে

কিংবা কোন উদাস চৈত্র দিনে
তোমাকে বাঁধিবো আমি ভালোবাসার ঋণে//

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন