পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

মঙ্গলবার, ২ জুন, ২০১৫

আমি যখন থাকবো না



আমি যখন থাকবো না
জানিনা পৃথিবীর
কি ক্ষতি হবে
কিন্তু তখনও নারীরা যৌবনবতী হবে
রাত্রির জরায়ু ছিঁড়ে
তখনও আসবে সকাল
পশ্চাতে চিহ্ন রেখে চলে যাবে মহাকাল
তখনও পথ হারাবে ভোরের কুয়াশা
বাতাসে ভেসে যাবে ভালোবাসা
হায়, শুধু আমি থাকবো না//

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন