পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪

আমার খোলা জানালা

আমার জানালা আমার বাতায়ন
যেখানে বর্ষা আসে বৃষ্টি কণা নিয়ে
ফুলের সুবাস নিয়ে আসে অগ্রহায়ণ
মাঝরাতে রূপসী চাঁদ এসে জোছনা ছড়ায়
শীতের সকালে রোদ এসে উষ্ণতা রেখে যায়
ভরদুপুরে উঁকি দিয়ে যায়
শরতের নীল আকাশ
চৈত্রের খরতাপে শীতল করে দিয়ে যায় স্বস্তির বাতাস
আমার খোলা জানালা আমার দৃষ্টি মেলে দেয়ার আয়না//

 

1 টি মন্তব্য: