পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪

ইচ্ছে করে ভুলের নোঙর ফেলি তার হৃদয়ে



দূর জানালায় একটি শ্যামা মুখ
ইচ্ছে করে রোদ হয়ে তার দৃষ্টি ছুঁয়ে দেই
বৃষ্টি হয়ে ছুঁয়ে দেই তার দীর্ঘ কালো নরম চুল
তার বিষাদ চোখের নীরবতা আমাকে
প্রলুব্ধ করে
ইচ্ছে করে
একটি ভুলের নোঙর ফেলি তার হৃদয়ে//

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন