পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫

দুঃখ গুলো বাড়ায় কালো হাত


আমি অনেক দুঃখ পুষি
দুঃখ গুলো নীল
হয়তো তোমার দুঃখের সঙ্গে আছে কোথাও মিল
কিংবা গড়মিল
দুঃখ গুলো অস্থিতিশীল
কখনো ওরা মেঘ হয়ে যায় কখনো আবার চিল
অশ্রু হয়ে চোখে করে
নোনা জলের মিছিল
দুঃখ গুলো খুব বেপরোয়া লাগামছাড়া দিশেহারা
বুঝা যে মুশকিল
হৃদয়ের শান্ত জলে অকারণে
হঠাৎ মারে ঢিল
দুঃখ গুলো হরেক রকম
হরেক রকম জাত
অকারণে বুকের ভিতর ঘটায় রক্তপাত
চুপিসারে দূরে গিয়েও আবার ফিরে যে অকস্মাৎ
যখন ভুল অধরে ওষ্ঠ রাখার
ভুল চিবুকে মগ্ন হওয়ার রাত
দুঃখ গুলো বাড়ায় কালো হাত
ভুল মানুষকে ভেবে ভেবে রাতের ঘুম যে উৎখাত//

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন