পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

শনিবার, ১৫ জুলাই, ২০১৭

দেখা


তোর চোখের সঙ্গে আমার চোখের
হঠাৎ সেদিন দেখা
আমার চোখের তারায় ফুটলো যেন
হাজার আলোর রেখা

তোর ঠোঁটের সঙ্গে আমার ঠোঁটের
যেই হলো সাক্ষাত
পোড়া মনের দুখ ব্যথা
নিমিষেই উৎখাত

তোর মায়া জড়ানো হাতটি যখন
ছুঁলো করতল
বুকের মাঝে দখিন হাওয়া
বইলো অনর্গল

তোর আগুন দেহ বুঝলো যখন
আমার দেহের ভাষা
প্রণয় বৃষ্টিতে হৃদয় আমার
ভিজলো সহসা//

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন