পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

রবিবার, ৩০ জুলাই, ২০১৭

চলো ঘর পালাই

সন্ধ্যা নদীর বাঁকে
আকাশ বসে থাকে
শেষ বিকেলে ক্লান্ত সূর্য
জলে নকশা আঁকে

চল দুজনে যাই
ঐ দিগন্তে হারাই
আমার হাতটি এসে ধরো
যদি সময় থাকে

বাঁশ বাগানের ফাঁক
চন্দ্র এসে ডাকে

জোসনা জলে অলস চন্দ্র
অবাক ছবি আঁকে

চলো ঘর পালাই
জোসনা স্নানে যাই
পাশাপাশি হাঁটি এসো
নীল জোনাকির ঝাঁকে//

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন