পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১২

বধু সজ্জায় তুমি












আলো ঝলমলে মঞ্চে বধু সজ্জায় বড়ই সপ্রতিভ ছিলে তুমি
রাজকন্যার মতো মরাল গ্রীবা উঁচু করে সিংহাসনে বসেছিলে
আমার দিকে দৃষ্টি পড়তেই তোমার চোখ আলো ছড়ালো
সে চোখে ছিল অহংকার আর গর্বের যুগপৎ মিশেল
আর তোমার রক্তিম ঠোঁটে ছিল সাম্রাজ্য বিজয়ের হাসি
কিন্তু মেয়ে তোমাকে ভালোবেসে আমিওতো পরাজিত হইনি
মনে পড়ে কোন এক শীতের রাতে হিম হিম ঠান্ডায়
তোমার শরীরের জমাট উত্তাপে আমি উষ্ণ হয়েছিলাম
তোমার দেয়া চুমুর বৃষ্টিতে ভিজেছিল আমার রুক্ষ শরীর //

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন