পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

রবিবার, ২৯ এপ্রিল, ২০১২

তোমাকে যে ফিরতেই হবে ভালোবাসার কাছে



 







বোশেখ চলে গেল
.
যৌবনের সতেজ বৃক্ষটিকে একটু নাড়া দিয়ে
ঝরে গেল আয়ু গাছের আরো কয়েকটি পাতা
আমার আঙিনায় জোছনা এসে  ফিরে গেলো
বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে গেলো পথের ধূলো
জমাট বাধা দু:খ মাড়িয়ে তবু তুমি এলে না

আমার অপেক্ষার রাত আরো বেশী দীর্ঘ হলো
চাবুকের মতো নির্মম হলো কষ্ট প্রহর গুলো
আমাকে উপহাস করে ঐ যৌবনবতী  চাঁদ
আমি নাকি তার মতই ছন্নছাড়া নিস:ঙ্গ-একা
চাঁদ জানে না কোন এক বোশেখে ফিরবে তুমি
তোমাকে যে ফিরতেই হবে ভালোবাসার কাছে//

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন