পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

শনিবার, ২৮ এপ্রিল, ২০১২

আমার জন্য এক রাত্রিতে দ্বিচারিণী হইও











নষ্ট রাত বেদনার তীর্থক্ষেত্র
দু:খের ফিঙে নাচে বুকে
তোমার ঠোঁটের লেপ্টানো ভালোবাসা
চিহ্ন আঁকে কার চিবুকে

বিষাদ ঢাকা চাঁদের কান্নায়
চোখের পাতায় কষ্ট জমে
তোমার বুকে স্বপ্ন সিঁড়ি
হাঁটছো তুমি জোর কদমে

বিরহী বাতাসে দু:খ কাঁপে
কাঁপে দিঘীর কালো জল
তোমার বক্ষে অনন্ত প্রেম
চক্ষু ভরা মায়ার কাজল

যদি তোমার বদ্ধ দ্বারে শব্দ বাজে
কান পেতে রইও
আমার জন্য এক রাত্রিতে
দ্বিচারিণী হইও//


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন