পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭

নিষিদ্ধ প্রেম


জানালার
ওপাশে বৃষ্টির ছাঁট
বাতাসে নড়ছে দরজার কপাট
কফি কাপে উড়ছে ধোঁয়া
পুরুষ্ঠ ঠোঁটের আলতো ছোঁয়া
দূর হয়ে যাক সব দ্বিধা ঝঞ্ঝাট
এসো দুজনে মিলে নেই প্রেমের পাঠ

বিছানায় আধশোয়া আমি
তোমার তিলের কাছে গিয়ে থামি
বোতাম খোলা বুকে তোমার আঙুল
ছোঁয়া দিয়ে যায় মুখে নষ্ট চুল


                                                          অতঃপর
আমাতে তুমি আর তোমাতে আমি
                                                         
শরিরী সঙ্ঘাতে দুজনেই ঘামি
                                                         
ছন্দের তালে তালে কেঁপে উঠে খাট

                                                         
জানালার ওপাশে বৃষ্টির ছাঁট
                                                         
দুজনে মিলে নেই নিষিদ্ধ প্রেমের পাঠ//
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন